Tumi Jantei Paro Na Lyrics (তুমি জানতেই পারো না) Mahtim Shakib | Cheeni 2

Tumi Jantei Paro Na Lyrics by Mahtim Shakib : Tumi Jantei Paro Na Lyrics Bengali Song Is Sung by Mahtim Shakib from Cheeni 2 Bengali Movie. Starring Madhumita Sarcar, Soumya Mukherjee, Aparajita Adhya And Others. Tumi Jantei Paro Na Lyrics In Bengali Written by Nilanjan Chakraborty. Cheeni 2 Bengali Movie Directed by Mainak Bhaumik. Music Composed by Mainak Mazoomdar. This Song Mixed and Mastered by Shiladitya Sarkar.

Song : Tumi Jantei Paro Na

Singer : Mahtim Shakib

Lyrics : Nilanjan Chakraborty

Music : Mainak Mazoomdar

Director : Mainak Bhaumik

Music Director : Mainak Mazoomdar

Shrikant Mohta And Mahendra Soni Present

Label : SVF

Tumi Jantei Paro Na Song Video :

Tumi Jantei Paro Na Song Lyrics In Bengali :

তুমি বৃষ্টি চেয়েছো বলে 

কত মেঘের ভেঙ্গেছি মন,

আমি নিজের বলতে তোমায় চেয়েছি। 

তুমি যাওনি কিছুই বলে 

আজও পাল্টে ফেলিনি মন,

শুধু নিজের বলতে তোমায় চেয়েছি, 

তুমি জানতেই পারো না তোমায় 

কত ভালবেসেছি, ওও ..

তুমি জানতেই পারো না তোমায় 

কত ভালবেসেছি। 

তুমি বৃষ্টি চেয়েছো বলে 

কত মেঘের ভেঙেছি মন,

আমি নিজের বলতে তোমায় চেয়েছি। 

তুমি যাওনি কিছুই বলে 

আজও পাল্টে ফেলিনি মন,

শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। 

তুমি জানতেই পারো না তোমায় 

কত ভালোবেসেছি, হুম ..

তুমি জানতেই পারোনা তোমায় 

কত ভালোবেসেছি। 

তুমি শান্ত, তবুও কি চেয়েছি এ মন ভাঙতো 

ভোর হবে ঠিকই রাত জানতো,

যতটুকু জড়িয়ে থাকা যায়। 

ও ও.. তুমি হাসলে 

নাকি ফের পেছন থেকে ডাকলে,

বরাবর দোটানাতে থাকলে,

কিভাবে আজীবন বাঁচা যায়। 

তুমি অন্য ঘরেই থেকো 

আমার নামে রাগ জমিয়ে রেখো,

আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি। 

তুমি জানতেই পারো না তোমায় 

কত ভালবেসেছি, হুম ..

তুমি জানতেই পারো না তোমায় 

কত ভালবেসেছি। 

তুমি জানতেই পারো না লিরিক্স - মাহতিম শাকিব :

Tumi bristi cheyecho bole

Koto megher vengechi mon

Ami nijer bolte tomay cheyechi

Tumi jaoni kichui bole

Aao palte felini mon

Shudhu nijer bolte tomay cheyechi

Tumi jantei parona tomay

Koto valobesechi

Tumi shanto tobuoki cheyechi e mon vangto

Bhor hobe thiki raat janto

Jototuku joriye thaka jaay

Tumi hasle naki pher pechon theke dakle

Borabor dotanate thakle

Kivabe aajibon bancha jaay

Tumi onno ghorei theko

Amar naame raag jomiye rekho

Ami sobtuku dosh tomay diyechi

Tumi jantei parona tomay

Koto bhalobesechi

News About Cheeni 2 Bengali Movie Song Tumi Jantei Paro Na Lyrics Information In Bengali Font : মৈনাক ভৌমিক পরিচালিত এবং মধুমিতা সরকার, সৌম্য মুখার্জী, অপরাজিতা আঢ্য ও অনির্বান চক্রবর্তী অভিনীত চিনি ২ বাংলা সিনেমার গান তুমি জানতেই পারো না গানটি গেয়েছেন মাহতিম শাকিব। গানটির সুর দিয়েছেন মৈনাক মজুমদার। তুমি জানতেই পারো না তোমায় কত ভালবেসেছি গানের লিরিক্স লিখেছেন নীলাঞ্জন চক্রবর্তী। 

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zapier.com/manage/zaps/42708463/stop/?check=294a55b11296d15668d2b48e31282ec5

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi