GhorGari Lyrics (ঘোরগাড়ী) Highway Band | Train Poka

GhorGari Lyrics by Highway Band : Ghor Gari Song Is Performed by Highway Band from Train Poka Bengali Album. Song Lyrics In Bengali Written by Aether Back. Music Composed by Ishmam. 

Song : Ghor Gari 

Band : High Way

Album : Train Poka

Lyrics : Aether Back

Music : Ishmam

Artwork : Nazim Anwar

GhorGari Song Lyrics In Bengali :

চাঁদনী রাইতে, নদীর ওপারে

আকাশ থেইকা নামলো পরী,

আমার চোখে চলে ঘোরগাড়ী। 

আমি হাবলায়, নদীর এপারে

ঘুমের ঘোরে দেখি তারে,

ছবির মত ডাকে আমারে। 

দেখাও কত রঙিল ছবি

ছবির আশায় হারাইলাম সবই,

দয়াল বানাও কত মায়ার ছবি

ছবির নেশায় ছাড়লাম সবই। 

আসার কালে, ছিলাম ঘুমে

কিবা আলো-আঁধার,

ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল

কইরা ছবির শিকার। 

বুঝলাম দয়াল তোমার রীতি

ছবিরও খেলায়,

বুইঝাও আবার যাই হারাইয়া

রঙিল ছবির মেলায়। 

ঘুম ভাঙিয়া আবার ঘুমাই

দেখা যায় ছবি,

নেশা কি লাগাইলা ছবিতে দয়াল

কি মায়ার ছবি। 

দেখাও কত রঙিল ছবি

ছবির আশায় হারাইলাম সবই,

দয়াল বানাও কত মায়ারও ছবি

ছবির নেশায় ছাড়লাম সবই

আমি হাবলায়, নদীর এপারে

ঘুমের ঘোরে দেখি তারে,

ছবির মত ডাকে আমারে। 

ঘোরগাড়ী লিরিক্স - হাইওয়ে ব্যান্ড :

Chandni raate nodir opare

Akash theika namlo pori

Amar chokhe chole ghor gari

Ami habolay nodir epare

Ghumer ghorey dekhi taare

Chobir moto daake amare

Dekhao koto rongil chobi

Chobir ashay harailam sobi

Doyal banao koto mayar chobi

Chobir neshay charlam sobi

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi