O Priyotoma Lyrics (ও প্রিয়তমা) Balam | Konal | Shakib Khan

O Priyotoma Lyrics by Balam And Konal : O Priyotoma Song Is Sung by Balam And Konal from Priyotoma Bengali Movie. Featuring Shakib Khan And Idhika Paul. Music Composed by Akassh Sen. O Priyotoma Lyrics In Bengali Written by Asif Iqbal. Shakib Khan New Bengali Movie Priyotoma Directed by Himel Ashraf.

Song : O Priyotoma

Singer : Balam And Konal

Lyrics : Asif Iqbal

Music : Akassh Sen

Director : Himel Ashraf

Produced by : Arshad Adnan

O Priyotoma Song Video :

O Priyotoma Song Lyrics In Bengali :

যত কথা রাখা ছিল এই বুকে জমা

যত কথা রাখা ছিল এই বুকে জমা,

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

আমার আকাশ নীলে তুমি যে নীলিমা

আমার আকাশ নীলে তুমি যে নীলিমা,

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

ও প্রিয়তমা, ও প্রিয়তমা,

ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।।

যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে

ভালোবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে,

যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে

ভালোবেসে ভেসে যাবো সব পথ পেরিয়ে,

মনের ওজনে ভেসে যাবে পূর্ণিমা

মনের ওজনে ভেসে যাবে পূর্ণিমা,

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।।

চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে

অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে,

চিরদিন পাশে থেকো, সুখে দুখে জড়িয়ে

অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে,

তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা

তুমি, তুমি, তুমি শুধু তোমারই উপমা,

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।।

যত কথা রাখা ছিল এই বুকে জমা

যত কথা রাখা ছিল এই বুকে জমা,

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা

তোমাকে জানিয়ে দিলাম, ও প্রিয়তমা।

ও প্রিয়তমা, ও প্রিয়তমা,

আমি প্রিয়তমা, তোমার প্রিয়তমা।

ও প্রিয়তমা, ও প্রিয়তমা,

ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।।

ও প্রিয়তমা লিরিক্স - বালাম ও কোনাল :

Joto kotha rakha chilo ei buke joma

Tomake janiye dilam o priyotoma

Amar akash neele tumi je nilima

Tomake janiye dilam o priyotoma

O priyotoma, o priyotoma

O priyotoma amar priyotoma

Jotone tomake rekhe ei mone lukiye

Valobeshe bhese jabo sob poth periye

Moner ojone bhese jabe purnima

Tomake janiye dilam o priyatoma

Chirodin pashe theko sukhe duke joriye

Obhimane aabdare maya diyo choriye

Tumi tumi tumi shudhu tomari upoma

Tomake janiye dilam o priyatama

News About Priyotoma Shakib Khan Movie Song O Priyotoma Lyrics Information In Bengali Font : হিমেল আশরাফ পরিচালিত এবং শাকিব খান ও ইধিকা পাল অভিনীত প্রিয়তমা বাংলা সিনেমার গান ও প্রিয়তমা গানটি গেয়েছেন বালাম ও কোনাল। গানটির সুর দিয়েছেন আকাশ সেন। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা গানের লিরিক্স লিখেছেন আসিফ ইকবাল। 

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zapier.com/manage/zaps/42708463/stop/?check=294a55b11296d15668d2b48e31282ec5

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi