Mon Chara Ki Moner Manush Roy Lyrics (মন ছাড়া কি মনের মানুষ রয়) Folk Song

Mon Chara Ki Moner Manush Roy Lyrics Bengali Folk Song Is Sung by Suchona Sheli . Male Version Song Is Sung by Animes Roy. Music Composed by And Je Jemone Bancha Kore Mon Chara Ki Moner Manush Roy Song Lyrics Written by Matan Chand Gosai.

Mon Chara Ki Moner Manush Roy Song Credits : Song Name : Mon Chara Ki Moner Manush Roy

Composer And Lyricist : Matan Chand Gosai

Music Arranged by : Ujjal Bhattacharyya

Director : Anish Rahman

Telecast : Nagorik Music

Mon Chara Ki Moner Manush Roy Lyrics In Bengali :

যে যেমনে বাঞ্ছা করে ...

যে যেমনে বাঞ্ছা করে

তার কাছে সে উদয় হয়,

মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো

মন ছাড়া কি মনের মানুষ রয়।। 

মনের মানুষ মনহরা

রসময় রুপ রসে ভরা,

মনের মানুষ মনহরা

রসময় রুপ রসে ভরা,

দেখলে হবি আত্মহারা  .. 

দেখলে হবি আত্মহারা

অধরাকে ধরা দায়,

মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো

মন ছাড়া কি মনের মানুষ রয়।। 

বিশুদ্ধ মানুষের করন

চন্ডী রজকীনির মরন,

বিশুদ্ধ মানুষের করন

চন্ডী রজকীনির মরন,

তারা এক মরনে দুই জন মরন,

এক মরনে দুই জন মরন

আত্মায় আত্মায় মিশে রয়,

মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো

মন ছাড়া কি মনের মানুষ রয়।। 

গোসাই মাতান চাঁদে ভণে

মানুষ ধরা মানুষ বিনে,

গোসাই মাতান চাঁদে ভণে

মানুষ ধরা মানুষ বিনে,

আমি পাবো কি আর এই জীবনে

পাবো কি আর এই জীবনে,

সেই মানুষ, সেই রসময়,

মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো

মন ছাড়া কি মনের মানুষ রয়।

যে যেমনে বাঞ্ছা করে ..

যে যেমনে বাঞ্ছা করে

তার কাছে সে উদয় হয়,

মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো

মন ছাড়া কি মনের মানুষ রয়, রয় গো

মন ছাড়া কি মনের মানুষ রয়।। 

Mon Chara Ki Moner Manush Roy Lyrics In English : Je jemone bancha kore

Taar kache se udoy hoy

Mon chara kki moner manush roy

Roy go

Moner manush monohora

Rosomoy roop rose bhora

Dekhle hobi atmohara

Odhora ke dhora daay

Mon chara kki moner manush roy

Roy go

Bishuddho manusher koron

Chandi rojokinir moron

Tara ek morone dui jon moron

Aatmay aatmay mishe roy

Mon chara kki moner manush roy

Roy go

Goshai matan chande bhone

Manush dhora manush bine

Ami pabo ki aar ei jibone

Sei manush sei rosomoy

Mon chara kki moner manush roy

Roy go

মন ছাড়া কি মনের মানুষ রয় বাংলা ফোক গানটি গেয়েছেন সূচনা শেলী ও অনিমেষ রায়। যে যেমনে বাঞ্ছা করে মন ছাড়া কি মনের মানুষ রয় গানের লিরিক্স লিখেছেন মাতান চাঁদ গোঁসাই। 

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi