Khub Boroshay Lyrics (খুব বরষায়) Minar Rahman Bangla Song

Khub Boroshay Lyrics by Minar Rahman Bangla Song. Tune And Music Composed by Amit Chatterjee And Ishan Mitra. Khub Boroshay Song Lyrics Written by Asif Iqbal.

Khub Boroshay Song Credits :  Song : Khub Boroshay

Vocal : Minar Rahman

Lyrics : Asif Iqbal

Tune And Music : Amit Chatterjee And Ishan Mitra

Label : Gaanchill Music

Khub Boroshay Lyrics In Bengali :

খুব বরষায় বৃষ্টি ফোটায়

মন রেখে যায় জড়িয়ে তোমায়,

বেলা অবেলায়। 

দৃষ্টিতে ভাসে নদী

হৃদয়ের খেয়া পারাপার,

জীবনের এপার ওপার

তোমার আমার। 

এ মায়া যাক না থেকে 

চিরদিন চিরকাল,

তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে 

শুভ্র সকাল ..

আজ ভিজিয়ে দিয়ে যাও

আজ অবুঝ হয়ে যাও,

আজ সবুজে জড়াও, তোমায় আমায়। 

আজ ভিজিয়ে দিয়ে যাও

আজ অবুঝ হয়ে যাও

আজ সবুজে জড়াও, তোমায় আমায়।। 

আকাশ মেঘে জড়াজড়ি

দেখে দেখে মন হারায় জানি না কোথায়,

সেখানে তুমি আমি

পাশাপাশি পথে নামি অথৈ পূর্ণতায়।

এ মায়া যাক না থেকে 

চিরদিন চিরকাল,

তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে 

শুভ্র সকাল ..

আজ ভিজিয়ে দিয়ে যাও

আজ অবুঝ হয়ে যাও,

আজ সবুজে জড়াও, তোমায় আমায়। 

আজ ভিজিয়ে দিয়ে যাও

আজ অবুঝ হয়ে যাও

আজ সবুজে জড়াও, তোমায় আমায়।। 

ভাসে না কথার খেয়াল

নিরবতায় বুঝে নেয়া নিঝুম অনুভবে,

সবটুকু চাওয়া পাওয়া

ভুলে গিয়ে ভেসে যাওয়া বৃষ্টির কলোরবে। 

এ মায়া যাক না থেকে 

চিরদিন চিরকাল,

তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে 

শুভ্র সকাল ..

আজ ভিজিয়ে দিয়ে যাও

আজ অবুঝ হয়ে যাও,

আজ সবুজে জড়াও, তোমায় আমায়। 

আজ ভিজিয়ে দিয়ে যাও

আজ অবুঝ হয়ে যাও

আজ সবুজে জড়াও, তোমায় আমায়।।  

Khub Boroshay Lyrics In English : Khub boroshay brishti fotay

Mon rekhe jaay joriye tomay

Bela obelay

Drishtite bhase nodi

Hridoyer kheya parapar

Jiboner epar opar Tomar amar

E maya jaak na theke

Chirodin chirokaal

Tumi chuye theko bristi hoye

Subhro sokal

Aaj bhijiye diye jao

Aaj obujh hoye jao

Aaj sobuje jorao tomay amay

Akash meghe jorajori

Dekhe dekhe mon haray jani na kothay

Sekhane tumi ami

Pashapashi pothe naami othoi purnotay

Bhase na kothar kheyal

Nirobotay bujhe neya nijhum anubhobe

Sobtuku chaowa paowa

Bhule giye bhese jaowa bristir kolorobe

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi