Kothar Jonaki Lyrics (কথার জোনাকী) Mahtim Shakib | Abanti Sithi

Kothar Jonaki Lyrics by Mahtim Shakib And Abanti Sithi : Kothar Jonaki Song Is Sung by Mahtim Shakib And Abanti Sithi . Music Composed by Shovon Roy. Kothar Jonaki Lyrics Written by Prosenjit Ojha.

Kothar Jonaki Song Cast : Ashpiya Ohi, Sajjad Chowdhury, Abanti Sithi & Mahtim Shakib.

Song : Kothar Jonaki

Singer : Mahtim Shakib & Abanti Sithi

Lyrics : Prosenjit Ojha 

Tune & Music : Shovon Roy

Direction : Protune Team

Cinematographers : Opu Ahmed & Faisal Park

Label : Protune

Kothar Jonaki Song Lyrics In Bengali :

কনে দেখা আলো, লেগেছিল ভালো

ছিলে তুমি পাশে নিঃশ্বাসের কাছে,

কিছু রঙ ছুঁয়ে, পড়েছি নুয়ে

আলতো আদরে বুকের ভিতরে।

তুমি হাসো যখন চাঁদেরই মতন 

আমি ভাসি রূপের মুগ্ধতায়,

তুমি ভালোবাসো বলে আমায়

আমি থাকি চোখের কিনারায়।। 

কথার জোনাকী, হাওয়াতে ওড়ে

কতো কিছু বলি, ঠোঁটের পথ ধরে,

হৃদয় দুয়ারে, তুমি দাঁড়ালে 

কি করে বলো আমি থাকি আড়ালে।

আমি আসি তোমার কাছে 

কত শত বাহানায়,

তুমি ভালোবাসো বলে আমায়

আমি থাকি চোখের কিনারায়।।

মেঘের পালকী, আমায় ডাক দিলো

তোমার ইশারায়, কি কথা লেখা ছিলো,

মনেরই আকাশ, তুমি রাঙালে

আমাকে তোমার, আপন করে নিলে। 

 

আমি সব কিছু ভুলে থাকি

তোমারই ভাবনায়,

তুমি ভালোবাসো বলে আমায়

আমি থাকি চোখের কিনারায়,

তুমি ভালোবাসো বলে আমায়

আমি থাকি চোখের কিনারায়।।

কথার জোনাকী লিরিক্স - মহাতীম শাকিব ও অবন্তী সিঁথি :

Kone dekha aalo legechilo valo

Chle tumi pashe nishwasher kache

Kichu rong chuye porechi nuye

Aalto ador buker bhitore

Tumi haso jokhon chanderi moton

Ami bhasi ruper mugdhotay

Tumi valobasho bole amay

Ami thaki chokher kinaray

Kothar jonaki hawate orey

Koto kichu boli thoter poth dhore

Hridoy duyare tumi darale

Ki kore bolo ami thaki arale

কথার জোনাকী গানটি গেয়েছেন মহাতীম শাকিব ও অবন্তী সিঁথি। গানটির সুর দিয়েছেন শোভন রায়।  গানের লিরিক্সটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা।

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi