Hay Bangali Hay Lyrics (হায় বাঙ্গালী হায়) Kharaj Mukherjee

Hay Bangali Hay Lyrics by Kharaj Mukherjee : Hay Bangali Hay Song Is Sung by Kharaj Mukherjee Bengali Song. Hai Bangali Hai Lyrics In Bengali Written by Kharaj Mukherjee. This Song Female Version Sung by Ankhi Alamgir.

Song : Hay Bangali Hay 

Vocal & Lyrics : Kharaj Mukherjee

Hay Bangali Hay Song Lyrics In Bengali :

চিতল মাছের মুইঠা

গরম ভাতে দুইটা,

ভুইলা বাঙ্গালী খায়

চিনা জাপানি, লুইটা পুইটা।

কলাই ডালের বড়ি, শুক্তনি চর্চরী

ভুইলা বাঙালী খায়

মোগলাই মাদ্রাসি ভূরি ভূরি। 

হায় বাঙালী হায়

তুই আর বাঙালী নাই,

তোর চলন বলন কথার ধরন 

নিজের মত নাই,

ও তুই আর বাঙালী নাই।।

কণ্ঠে তে সুর নাই

শুধু কাঁই কাঁই কাঁই,

ওই কাকের মত কাউয়া রবে

গায়ক পাগল শ্রোতা ও পাগল

আর কানে কান নাই। 

একতারা নাই বাব্বা 

গীটার বগল দাইব্বা,

ভুইলা বাঙালী গায়

হাইয়া আইও রাবা রাব্বা। 

হায় বাঙালী হায়

তুই আর বাঙালী নাই,

তোর চলন বলন কথার ধরন 

নিজের মত নাই,

ও তুই আর বাঙালী নাই।।

কাপড় কম পড়েছে ভাই

তাই শাড়ির আঁচল নাই,

স্কার্ট সালোয়ার হলটার টপস

বঙ্গ ললনার অঙ্গে তাই পেয়েছে ঠাঁই। 

হট্ট মেলার দেশ

এই কি রে তোর বেশ,

নাই ধুতি নাই চাদর গায়ে

উপর নীচে ডাইনে বাঁয়ে

নাই বাঙ্গালীর রেশ। 

হায় বাঙ্গালী হায়

তুই আর বাঙালী নাই,

তোর চলন বলন কথার ধরন 

নিজের মত নাই,

ও তুই আর বাঙালী নাই।।

হায় বাঙালী হায় লিরিক্স - খরাজ মুখার্জী :

Chitol macher muitha

Gorom bhate duita

Bhuila bangali khay

China japani luita puita

Kolai daaler bori shuktoni chochori

Bhuila bangali khay

Moglai madrashi bhuri bhuri

Hai bangali hai

Tui aar bangali nai

Tor cholon bolon kothar dhoron

Nijer moto nai

O tui aar bangali nai

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi