Tui Jiboner Cheye Beshi Lyrics (তুই জীবনের চেয়েও বেশি) Baul Sukumar | Samz Vai

Tui Jiboner Cheye Beshi Lyrics by Baul Sukumar And Samz Vai : Tui Jiboner Cheye Beshi Song Is Sung by Baul Sukumar And Samz Vai . Starring: Arnab, Methila, Oishy, Sumi And Shema Palma. Music Composed by Ankur Mahamud. Song Lyrics In Bengali Written by Dewan Lalan Ahmed And Rap Song Lyrics Written by Samz Vai.

Song : Tui Jiboner Cheye Beshi

Singer: Baul Sukumar & Samz Vai

Lyrics : Dewan Lalan Ahmed

Rap Lyrics : Samz Vai

Music : Ankur Mahamud

Tune : Shimul Dip Bijon

Directed by : Eagle Team

DoP : Johir Rayhan

Edit & Color : Bappi

Choreographed by : Md Ruhul Amin

Produced by : Kachi Ahmed

Label : Eagle Music

Tui Jiboner Cheye Beshi Song Lyrics In Bengali :

বন্ধুরে তোর জন্য পরাণ খুইলা দিসি

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি। 

তোর মুখটা আমার সব হাসি, সব খুশি

তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো

তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি,

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।। 

তোর কাজল কালো চোখ দেইখা

গলায় উঠলো ঢোক,

তোরে আসমানের চাঁদ পাইয়া দিমু

একলা করিস ভোগ,

আমার একতারা নাই

তবু তোরে শোনায় যেমন গান

তুই কান পাতিয়া রাখিস লগে হা হা 

এক খিলি পান। 

একটুখানি না দেখিলে লাগে হাঁসফাঁস

তুই আমার আশীর্বাদ, তুই সর্বনাশ,

তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি

তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি,

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।। 

তোর অন্তরেতে একটু জায়গা

দিলেই আমি খুশি,

তোরে মাথায় তুইলা নিত্য করুম

লাগলে বারোমাসই,

তোরে তাজমহল না দিলেও কিন্তু

দিতে পারুম হাসি,

আর রাজি না হইলে আনুম

হ্যামিলনের বাঁশি। 

পরাণ ছাড়া কেমনে আমি করি বসবাস

তোর জন্য সারাক্ষণ মন যে উদাস,

পরাণ ছাড়া কেমনে আমি করি বসবাস

তোর জন্য সারাক্ষণ মন যে উদাস,

মুখটায় আমার সব হাসি, সব খুশি

তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি। 

তুই আসমান জমিন খুঁইজা দেখিস

ভালো কইরা খবরটা নিস,

আমি আইনা দিমু একটা সুখেরই আবাস। 

জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন

তবে দিতাম জীবন,

তোর জীবনে বাঁচতাম দুইজন। 

জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন

তবে দিতাম জীবন,

তোর জীবনে বাঁচতাম দুইজন। 

তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি

তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো

তুই যে আমার মনেরি সুখ, সারা দিবানিশি,

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি

তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।।

তুই জীবনের চেয়েও বেশি লিরিক্স - বাউল সুকুমার ও সেমজ ভাই :

Bondhure tor jonno poran khuilya disi

Tui jiboner jibon taar cheye o beshi

Tor mukhta amar sob haasi sob khushi

Tui je amar moneri sukh sara dibanishi go

Tui jiboner jibon taar cheyeo beshi

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi