Oshohay Lyrics (অসহায়) Noble Man Bangla Rock Song

Oshohay Lyrics by Noble Man : Oshohay Bengali Rock Song Is Sung by Noble Man . Starring: Musfiq R. Farhan, Keya Payel, Anik, Jainal Jack And others. Music Composed by Ahmmed Humayun And Toke Chara Ami Oshohay Lyrics In Bengali Written by Ahmed Risvy. Song Mixed and Mastered by Saurabh Joshi.

Song : Oshohay 

Singer : Noble Man

Lyrics : Ahmed Risvy

Tune & composition : Ahmmed Humayun

Director : Jakaria Showkhin 

DOP : Nazmul Hasan 

Editor : Amitav Mazumder

Publicity Design : Sajjadul Islam Sayeem

Label : Soundtek

Oshohay Song Lyrics In Bengali :

তোর খেয়ালে ডুবে থাকে

আমার রাত্রিদিন,

তবু কেন এই দূরত্ব

মেনে নেওয়া কঠিন। 

ভুলে যাব কী করে, বলনা রে তুই

বল না আমাকে?

স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে

কাঁদায় মনটাকে ..

আয় তুই কাছে ফিরে আয়

জড়িয়ে রাখ আমায়,

আয় সবকিছু ফেলে আয়

তোকে ছাড়া আমি অসহায়।। 

কী যে অস্থির লাগে

বুকে ব্যথা জাগে,

মন পুড়ে যায় বিরহের দাগে। 

দেখ এই বুকের আগুন দেখ

কত জ্বলছে শিখা দেখ,

শুধু তোরই কারণে। 

আয় তুই কাছে ফিরে আয়

জড়িয়ে রাখ আমায়,

আয় সবকিছু ফেলে আয়

তোকে ছাড়া আমি অসহায়।। 

আসেনা ঘুম চোখে

রাতের গল্প লেখে,

চোখ ভিজে যায় স্মৃতির অসুখে। 

শোন এই হৃদয়ের কথা শোন

কত কষ্ট লুকানো,

শুধু তোরই বিহনে .. 

আয় তুই কাছে ফিরে আয়

জড়িয়ে রাখ আমায়,

আয় সবকিছু ফেলে আয়

তোকে ছাড়া আমি অসহায়।

তোর খেয়ালে ডুবে থাকে

আমার রাত্রিদিন,

তবু কেন এই দূরত্ব

মেনে নেওয়া কঠিন। 

ভুলে যাব কী করে, বলনা রে তুই

বল না আমাকে?

স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে

কাঁদায় মনটাকে ..

আয় তুই কাছে ফিরে আয়

জড়িয়ে রাখ আমায়,

আয় সবকিছু ফেলে আয়

তোকে ছাড়া আমি অসহায়।। 

অসহায় লিরিক্স - নোবেল ম্যান :

Tor kheyale dube thake

Amar raatri din

Tobu keno ei durotto

Mene newa kothin

Vule jabo ki kore bolna re tui

Bolna amake

Smriti keno phire asey chokhe vase

Kaday monta ke

Aay tui kache phire aay

Joriye rakh amay

Aay sobkichu fele aye

Toke chara ami oshohay

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi