Khoma Kore Dilam Tomay Lyrics (ক্ষমা করে দিলাম তোমায়) Keshab Dey

Khoma Kore Dilam Tomay Lyrics by Keshab Dey : Khoma Kore Dilam Tomay Song is Sung by Keshab Dey . Starring: Keshab Dey, Seeta Debnath, Badhan And Bholanath Dey. Song Lyrics In Bengali Written by Badal.

Song : Khoma Kore Dilam Tomay

Vocal & Music : Keshab Dey

Lyrics : Badal

Arrangement : Anindya B

Mix & Mastering : TR Production Studio

D.O.P : Shampad

Edit : Mimo

Story & Dirrection : Badhan & Shampad

Khoma Kore Dilam Tomay Song Lyrics In Bengali :

সে তো ইচ্ছে হলেই পারতো 

এক সন্ধ্যে সাথে থাকতে

কেন মুখ ফিরিয়ে চললো অজানায়,

তার নিত্য নতুন বায়না 

আমি রোজ ফুরিয়ে দিতাম

যদি ওই দুই চোখে ডাকতো সে আমায়। 

তবু আড়াল করে কষ্ট 

আমি হাসির মাঝে বলবো 

নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়,

আমি তোমায়,

সে তো ইচ্ছে হলেই পারতো 

এক সন্ধ্যে সাথে থাকতে

কেন মুখ ফিরিয়ে চললো অজানায়।। 

সাজানো দিন গুলো বেলাশেষে 

সন্ধ্যে হয়ে ডুবে যায়,

আমার দু'চোখ ভেজে ভালোবাসা

অন্যের সুখে হেসে যায়। 

তবু তোমার দেওয়া ডাকনাম

সাথে নিয়ে তোমার বদনাম,

আজ ক্ষমা করে দিলাম আমি তোমায়,

আমি তোমায়,

সে তো ইচ্ছে হলেই পারতো 

এক সন্ধ্যে সাথে থাকতে

কেন মুখ ফিরিয়ে চললো অজানায়।।

ফেলে আসা সব স্মৃতি গুলো 

আজও তার কথা বলে যায়,

মনের ঘরে যত রাগ অভিমান 

আমি সব ভুলে তাকে চাই। 

তবু আড়াল করে কষ্ট 

আমি হাসির মাঝে বলবো 

নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়,

আমি তোমায়,

সে তো ইচ্ছে হলেই পারতো 

এক সন্ধ্যে সাথে থাকতে

কেন মুখ ফিরিয়ে চললো অজানায়,

তার নিত্য নতুন বায়না 

আমি রোজ ফুরিয়ে দিতাম

যদি ওই দুই চোখে ডাকতো সে আমায়। 

ক্ষমা করে দিলাম তোমায় লিরিক্স - কেশব দে :

Se toh icche holei parto

Ek sondhey sathe thakte

Keno mukh firiye chollo ojanay

Tar nittyo notun bayna

Ami rooj furiye ditam

Jodi oi duchokhe dakto se amay

Tobu aral kore kosto

Ami hasir majhe bolbo

Nao khoma kore dilam ami tomay

Ami tomay.

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi