Ishita Lyrics (ঈশিতা) Rishi Panda Song

Ishita Lyrics by Rishi Panda : Ishita Song Is Sung by Rishi Panda . Music Composed by Rishi Panda And Song Lyrics In Bengali Written by Shreyam Acharya.

Song Name : Ishita 

Vocal & Music : Rishi Panda

Lyrics : Shreyam Acharya

Illustration & Animation : Rishi Panda

Title : Prantik

Ishita Song Lyrics In Bengali :

শহর ট্রামের শব্দে শোনে মেঠো সুর

নদীর চোখের জলেই নোনা সমুদ্দুর,

আমি আছি ঝরাপাতায় 

নতুন খাতায় মলাট হয়ে। 

গান লিখতে ইচ্ছে করে

ছন্দ মেলেনা,

লাস্ট বেঞ্চে বসি বলে

আমি মন্দ ছেলে না। 

কথা দিলাম কথা রাখার

মন দিয়ে মন হারাবার হুঁ..

চুল খোলা লাল শাড়ি

স্কুল ছুটির ঈশিতা,

আনমোনা রাগ ভীষণ

মন কেমন ঈশিতা। 

প্রেমেরই মানে বই থেকে

বয়েছে উদাসি হাওয়া,

বিকেলে ক্লাসের অজুহাত

ঠোঁটে প্রহর গোনা। 

থামবেনা কোনো স্টেশনেই

সেই ট্রেনে হারিয়ে যাওয়া,

পরিযায়ী আর্দ্র মেঘেদের 

মতন গল্প বোনা। 

আমি ভবঘুরে, জানি খুব বেসুরে

তবু শুনবে কি এই গান?

গান লিখতে ইচ্ছে করে

ছন্দ মেলেনা,

লাস্ট বেঞ্চে বসি বলে

আমি মন্দ ছেলে না। 

কথা দিলাম কথা রাখার

মন দিয়ে মন হারাবার হুঁ..

চুল খোলা লাল শাড়ি

স্কুল ছুটির ঈশিতা,

আনমোনা রাগ ভীষণ

মন কেমন ঈশিতা। 

ঈশিতা লিরিক্স - ঋষি পণ্ডা :

Shohor tramer shobde shone metho sur

Nodir chokher jolei nona somuddur

Ami achi jhora patay

Notun khatay molat hoye

Gaan likhte icche kore chonddo mele na

Last benche bosi bole

Ami mondo chele na

Kotha dilam kotha rakhar

MOn diye mon harabar

Chul khola laal shari school chutir ishita

Aanmona raag vishon

Mon kemon ishita

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi