Eta Manush E Pare Lyrics (এটা মানুষই পারে) Aseer Arman

Eta Manush E Pare Lyrics by Aseer Arman : Eta Manush E Pare Song Is Sung by Aseer Arman . 

Song : Eta Manush E Pare

Vocal, MUsic & Lyrics : Aseer Arman 

Camera : Mostakin Hossain Chowdhury

Studio Supervision : Rupok

Eta Manush E Pare Song Lyrics In Bengali :

এটা মানুষই পারে ভাই, মানুষই পারে

ফুসলিয়ে বুকে ডেকে ভাগাড়ে ছোড়ে,

দিতে গিয়ে প্রেম মায়া, উনুনে পুড়েছে হাত 

গল্প কবিতা মরে বইয়ের ভাজে,

হারিয়ে প্রিয় গান, তারপরও অপমান 

রাত হলে পুঁতে ফেলে ঘৃণার গোড়ে,

এটা মানুষই পারে ...

কত শত লক্ষ যোনী .. 

কত শত লক্ষ যোনী

সৃষ্টি করেছে সব সব মুনি ঋষি বিজ্ঞানী, 

মানুষের পাড়ায় তাকে 'মা' বলে ডাকে জানি 

কারোর প্রেমিকা, বোন কারোর ছোট্ট টুনি,

টুনির শরীরে ছিল সৃষ্টিফুলের রেণু 

মাংস গন্ধ পাওয়া শুয়োর নতজানু,

ফুসলিয়ে পা বাড়ালে ইতরটা ছেঁকে ধরে

স্বপ্নের রঙে রাঙা চুড়ি রুনুঝুনু। 

দিতে গিয়ে প্রেম মায়া, উনুনে পুড়েছে হাত 

গল্প কবিতা মরে বইয়ের ভাজে,

হারিয়ে প্রিয় গান, তারপরও অপমান 

রাত হলে পুঁতে ফেলে ঘৃণার গোড়ে,

এটা মানুষই পারে ...

শ্রমের ঘাম জমে মাটির ব্যাংকে 

ভাসে একটু ভালো থাকার স্বপ্নসাগর, 

সব দেনা বুকে নিয়ে, 

সব চাওয়া বেচে দিয়ে 

ন্যায্যদামে চাইতো একটু আদর,

হিসেবী দাগের খাতা, 

তেল নুন চাল আটা 

বেহিসেবী আঁচড়ে ফুলের দেহ,

স্নানের শাওয়ার তাকে ভেজায় অশ্রুজলে 

সাবানের ঘ্রাণ যেন দিচ্ছে স্নেহ। 

দিতে গিয়ে প্রেম মায়া, উনুনে পুড়েছে হাত 

গল্প কবিতা মরে বইয়ের ভাঁজে,

হারিয়ে প্রিয় গান, তারপরও অপমান 

রাত হলে পুঁতে ফেলে ঘৃণার গোড়ে,

এটা মানুষই পারে ...

এটা মানুষই পারে ভাই, মানুষই পারে

ফুসলিয়ে বুকে ডেকে ভাগাড়ে ছোড়ে,

দিতে গিয়ে প্রেম মায়া, উনুনে পুড়েছে হাত 

গল্প কবিতা মরে বইয়ের ভাজে,

হারিয়ে প্রিয় গান, তারপরও অপমান 

রাত হলে পুঁতে ফেলে ঘৃণার গোড়ে,

এটা মানুষই পারে ....

এটা মানুষই পারে লিরিক্স - আসির আরমান :

Eta Manush E Pare Bhai Manushi Pare

Fusliye buke deke bhagare chorey

Dite giye prem maya unune pureche haat

Golpo kobita more boier vaje

Hariye priyo gaan tarporo opoman

Raat hole pute fele ghrinar gorey

Eta manusi pare

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi