Emon Ekdin Ashbe Lyrics (এমন একদিন আসবে) Nishita Barua

Emon Ekdin Ashbe Lyrics by Nishita Barua : Emon Ekdin Ashbe Song Is Sung by Nishita Barua . Sedin Amay Khuje Pabena Lyrics In Bengali Written by Jahangir Rana. Sing Mix And Master by Masum.

Song : Ekdin Emon Ekdin Ashbe

Singer : Nishita Barua

Lyrics & Composer : Jahangir Rana

Music : Meer Masum

DOP & Direction : Ashique Mahmud

Label : Poraner Gan

Emon Ekdin Ashbe Song Lyrics In Bengali :

একদিন এমন একদিন আসবে 

কাঁদবে তুমি কাঁদবে,

আমারে হারাইয়া তুমি নয়ন জলে ভাসবে 

সেদিন আমায় খুঁজে পাবেনা,

সেদিন আমায় খুঁজে পাবেনা।। 

ভুলের মালা ছিঁড়বে যেদিন 

আমায় তুমি খুঁজবে সেদিন,

ভুলের মালা ছিঁড়বে যেদিন 

আমায় তুমি খুঁজবে সেদিন,

পাগলেরই বেশে তুমি 

কাঁদবে আবার হাসবে,

পাগলেরই বেশে তুমি 

কাঁদবে আবার হাসবে। 

সেদিন আমায় খুঁজে পাবেনা না..

সেদিন আমায় খুঁজে পাবেনা।। 

সেদিন আমি থাকবো দূরে 

যাবে তোমার বুকটি ছিড়ে,

সেদিন আমি থাকবো দূরে 

যাবে তোমার বুকটি ছিড়ে,

আকুলি বিকুলি করে 

আমায় তুমি ডাকবে,

আকুলি বিকুলি করে 

আমায় তুমি ডাকবে। 

সেদিন আমায় খুঁজে পাবেনা না ..

সেদিন আমায় খুঁজে পাবেনা।।

ভালোবাসার এই প্রতিদান 

অবহেলা আর অপমান, 

ভালোবাসার এই প্রতিদান 

অবহেলা আর অপমান, 

জাহাঙ্গীর রানা কয় 

তুমি শেষ বিচারে ফাসবে,

জাহাঙ্গীর রানা কয় 

তুমি শেষ বিচারে ফাসবে,

সেদিন আমায় খুঁজে পাবেনা না ..

সেদিন আমায় খুঁজে পাবে না।

একদিন এমন একদিন আসবে 

কাঁদবে তুমি কাঁদবে,

আমারে হারাইয়া তুমি নয়ন জলে ভাসবে 

সেদিন আমায় খুঁজে পাবেনা,

সেদিন আমায় খুঁজে পাবেনা .. 

একদিন এমন একদিন আসবে লিরিক্স -  নিশিতা বড়ুয়া :

Ekdin emon ekdin asbe

Kadbe tumi kadbe

Amare haraiya tumi nayan jole vasbe

Sedin amay khuje pabena

Bhuler mala chirbe jedin

Amay tumi khujbe sedin

Pagoleri bshe tumi kadbe aar hasbe

Sedin amay khuje pabe na

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi