O Ma Trinoyoni Lyrics (ও মা ত্রিনয়নী) Jayati Chakraborty | Agomoni Song

O Ma Trinoyoni Lyrics by Jayati Chakraborty : O Ma Trinoyoni Durga Puja Agomoni Song Is Sung by Jayati Chakraborty . Tune by Joydeep Roy And O Maa Trinayani SOng Lyrics In Bengali Written by Uma Mukhopadhay.

Song : O Ma Trinoyoni

Singer : Jayati Chakraborty

Lyrics : Uma Mukhopadhay

Tune : Joydeep Roy

O Ma Trinoyoni Song Lyrics In Bengali : ও মা ত্রিনয়নী

আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে,

ও মা ত্রিনয়নী

আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে,

পাইনা খুঁজে কি উপায়ন

দেবো গো তোমারে,

পাইনা খুঁজে কি উপায়ন

দেবো গো তোমারে,

আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে।।

ধরণীতে তুমি পাপ-দুঃখ হরা

জননী সবাকার ভক্ত কত শত,

তোমায় পরায় দামি অলংকার।

আমার মন গহনে যে রয়

ভারী স্বাধের উপচার,

আমি গীতিমাল্য দেবো

মা গো করো গীতিকার।

আশার শত উদয় 

উঠবে ফুটে এই জীবন সরোবরে,

ও মা ত্রিনয়নী

আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে।।

মা গো বেঁধেছ আমারে পরম প্রিয়

স্নেহ বাহুডোরে,

সে বাঁধনরে কভু না দেখি

অবজ্ঞা হেলা ভরে।

বিশ্ব সংসারে তুমি যে জননী

সবার উপরে,

সন্তানেরে রেখেছো ঢেকে

মমতা ভরা চাদরে,

তোমার কীর্তি কথা

আমি যাই মা লিখে মুক্তারি-অক্ষরে,

ও মা ত্রিনয়নী

আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে।।

আছে অনেক মানিক রতন

তোমার স্নেহের আকরে,

সাধুজন কিছু পেতে পারেন

প্রেম ভক্তির পথ ধরে। 

জানি সব বাধা পেরিয়ে যাবো

তোমার আশীষে,

মা গো ও চরণে অটুট ভক্তি থাকুক নামিশে।

তোমার মধুর নাম

পারি যেন জপতে সদাধারে।

ও মা ত্রিনয়নী

আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে,

পাইনা খুঁজে কি উপায়ন

দেবো গো তোমারে,

আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে,

ও মা ত্রিনয়নী

আমার ভক্তি অর্ঘ্য নিয়ো সাদরে।।

ও মা ত্রিনয়নী লিরিক্স - দূর্গা পূজা আগমনী গান :

O maa trinoyoni

AMatr bhokti argho niyo sadore

Paina khuje ki upayon

Debo go tomare

Dhoronite tumi paap dukkho hora

Jononi sobakar bhokto koto shoto

Tomay poray daami alonkar

Amar on gohone je roy

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi