Michael Vidyasagar Sangbad Lyrics (মাইকেল বিদ্যাসাগর সংবাদ) Anupam Roy | Anirban

Michael Vidyasagar Sangbad Lyrics by Anupam Roy And Anirban : Michael Vidyasagar Sangbad Song Is Sung by Anupam Roy And Anirban Bhattacharya . Music Composed And Song Lyrics In Bengali Written by Anupam Roy. Song Mixed and Mastered by Shomi Chatterjee.

Song : Michael Vidyasagar Sangbad

Vocals : Anirban Bhattacharya & Anupam Roy

Lyrics & Music : Anupam Roy

Arranged and programmed by : Shamik Chakravarty

Video conceptualized by : Anirban Bhattacharya

DOP : Tuhin

Art : Shibaji Paul

Edit and Color : Amir Mondal

Graphics : Santanu Bhattacharya and team

Label : SVF Music

Michael Vidyasagar Sangbad Song Lyrics In Bengali : মাইকেল:

সুদূর বিদেশে পড়ে আছি আমি

জীবন কি তবে ব্যর্থ,

বিদ্যাসাগর বাঁচাও আমাকে

পাঠাও আমাকে অর্থ।

তুমি বলেছিলে আমার লেখাতে

পেয়েছিলে "গ্রেট মেরিট"

অমিত্রাক্ষরে ভালোবাসা নিয়,

সহ্য হয় না দেরী।

বিদ্যাসাগর:

কথা দিয়ে ওরা কথা রাখবে না

মানুষেরই অভ্যাসে,

বন্ধু তোমাকে বলেছি যখন

থাকব তোমার পাশে।

এই নাও কিছু হাজার পাঠাই

আর-ও প্রয়জনে জানাও,

পড়া শেষ করে ব্যারিস্টারি

নতুন কাব্য শোনাও।

কোরাস:

ওরা দুজনে ছিল বন্ধু ...

মাইকেল:

ধন্যবাদের ভাষা খুঁজি আমি

নিজের মাতৃভাষায়,

দেশে ফিরে আমি এলাম বন্ধু

তোমাদের ভালোবাসায়।

অভাব আমার স্বভাবে যে ভিড

হোটেল নিয়েছি ভাড়া,

আয় ভালো তবে ব্যয় আরও বেশি

আমি আবার সর্বহারা।

বিদ্যাসাগর:

তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা

কজনার বলো আছে?

ধার দেনা শুধু বাড়তেই থাকে

আর ভালো লাগে না যে।

আমার বাক্যে নির্ভর করে

সাহায্য করে কেবল,

তাদেরকে যেন ঠকাতে না হয়

আমার কথাও ভেবো।

কোরাস:

ওরা দুজনে ছিল বন্ধু..

মাইকেল:

করুণাসিন্ধু ভাগ্য আমার

তোমাকে চিনেছি আমি,

স্নেহমমতায় ভরা যে তোমার

মনটা সবচেয়ে দামী।

বন্ধু আমার আমাকে দিয়েছ

কত না সুখের দিন,

সব বেচে দিয়ে শোধ করে যাবো

আমার যা আছে ঋণ,

আছে ঋণ...

মাইকেল বিদ্যাসাগর সংবাদ লিরিক্স - অনুপম রায়, অনির্বান :

Sudur bideshe pore achi ami

Jibon ki tobe bertho

Vidyasagar bachao amake

Pathao amake ortho

Tumi bolechile amar lekhate

Peyechile great merit

Amitrakkhore valobasha niyo

Sojjho hoyna deri

Kotha diye ora kotha rakhbe na

Manusheri oveshe

Bondhu tomake bolechi jokhon

Thakbo tomar pashe

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi