Khola Akasher Nichey Lyrics (খোলা আকাশের নিচে) Aabhik Ghosh

Khola Akasher Nichey Lyrics by Aabhik Ghosh : Khola Akasher Nichey Song Is Sung by Aabhik Ghosh . Song Mix & Master by Arindom Choudhury. Music Composed by And Khola Akasher Niche Lyrics In Bengali Written by by Aabhik Ghosh.

Song : Khola Akasher Nichey

Vocal, Music & Lyrics : Aabhik Ghosh

Guitar : Rajkumar Sengupta

Music Programing : Aabhik Ghosh

Illustration and Animator : Anjan

Mix & Master : Arindom Choudhury

Label : Asha Audio

Khola Akasher Nichey Song Lyrics In Bengali : খোলা আকাশের নিচে

আজ তোমায় ছেড়ে,

টুকরো টুকরো যত কথা

সব নিচ্ছে ঘিরে।

তোমায় পাশে পেয়ে বুঝতে চাইনি

তোমার প্রেমের সে রঙ্গিন কাহিনী,

না বলে কত কথা বলে গেছো

একবার বলো কেন দূরে আছো?

খোলা আকাশের নিচে

আজ তোমায় ছেড়ে,

টুকরো টুকরো যত কথা

সব নিচ্ছে ঘিরে।

ঠিক ভুলের মাঝে, জানিনা সাথে

কে কি পেলাম,

সাজানো কত, স্বপ্নেরা যত

সব হারালাম,

মন পারে না, বাঁচেতা জানেনা

তোমায় ছেড়ে,

একলা রোজ রাতে, খুব মন কাঁদে

তোমায় ভেবে।

আড়াল থেকে জানি শুনছো সবই

চুপ করে তাও কেন আছো তুমি ?

পারবে কি বলো আমায় ছেড়ে

অচেনা পথে ওই মন হারাতে ? 

খোলা আকাশের নিচে

আজ তোমায় ছেড়ে,

টুকরো টুকরো যত কথা

হুঁম .. ও..

খোলা আকাশের নিচে লিরিক্স - অভীক ঘোষ :

Khola akasher niche

Aaj tomay chere

Tukro tukro joto kotha

Sob nicche ghire

TOmay pashe peye bujhte chaini

Tomar premer se rongeen kahini

Na bole koto kotha bole gecho

Ekbar bolo keno dure acho?

Aral theke jani shuncho shobi

Chup kore taao keno acho tumi?

Parbe ki bolo amay chere

Ochena pothe oi mon harate?

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi