Ektukhani Thaki Lyrics (একটুখানি থাকি) Iman Chowdhury

Ektukhani Thaki Lyrics from Tomar Pashe Hatte Diyo : Ektukhani Thaki Song Is Sung by Iman Chowdhury And Atiya Anisha from Tomar Pashe Hatte Diyo Bangla Natok. Starring: Sunerah Binte Kamal And Khairul Basar.

Song : Ektukhani Thaki

Drama : Tomar Pashe Hatte Diyo

Singer : Iman Chowdhury & Atiya Anisha

Lyrics : Pulak Anil

Music : Iman Chowdhury

Directed by : Anam biswas

Label : Closeup Bangladesh

Ektukhani Thaki Song Lyrics In Bengali : তোমার কাছাকাছি

আর একটুখানি থাকি,

তোমার জোড়াচোখে চোখ দুটো

প্লিজ রাখি।

তোমার পাশাপাশি

আর একটু পথ হাঁটি,

না হয় আজ ফিরতে বাড়ি

হলো রাতি।

এখনো তো কত কথা বলার আছে বাকী

তোমার কাছাকাছি একটুখানি থাকি,

একটু খানি থাকি হুঁ হুঁ হুঁ..

ইচ্ছে করে লুকিয়ে রাখি

তোমায় বুকের পাঁজরাতে,

অদেখা এক জোছনা দেখি

তুমুল যুগল মাঝরাতে,

এখনো তো কত রাত্রি

জাগার আছে বাকি,

তোমার কাছাকাছি আর একটুখানি থাকি।

তুমি কাতর আমার হাতে

তোমার দু'হাত রেখে,

ইচ্ছে করে মরে যাই

বেঁচে থাকার ভীষণ সুখে।

এখনো তোমার সাথে লক্ষ যুগ বাঁচা বাকী

তোমার কাছাকাছি একটুখানি থাকি।

তোমার কাছাকাছি

আর একটুখানি থাকি,

তোমার জোড়াচোখে চোখ দুটো

প্লিজ রাখি।

তোমার পাশাপাশি

আর একটু পথ হাঁটি,

না হয় আজ ফিরতে বাড়ি

হলো রাতি।

এখনও তো কত কথা বলার আছে বাকী

তোমার কাছাকাছি একটুখানি থাকি,

একটু খানি থাকি হুঁ হুঁ হুঁ..

একটুখানি থাকি লিরিক্স - তোমার পাশে হাঁটতে দিও :

Tomar kachakachi

Aar ektukhani thaki

Tomar jorachokhe chokh duto

Please rakhi

Tomar pashapashi

Aar ektu poth hanti

Na hoy aaj firte bari holo raati

Ekhonoto koto kotha bolar ache baki

Tomar kachakachi ektu khani thaki

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi