Nalish Lyrics (নালিশ) Keshab Dey | Bengali Sad Song

Nalish Lyrics by Keshab Dey : Nalish Song Is Sung by Keshab Dey Bengali Heart Touching Sad Song. Starring: Keshab And Sonali. Music Arranged by Tapas Roy And Jomiye Rakha Nalish Gulo Porei Roye Gelo Lyrics In Bengali Written by Badal Paul.

Song : Nalish

Vocal & Tune : Keshab Dey

Lyrics : Badal Paul

Music Arrangement : Tapas Roy

DOP : Shampad Banik

Edit : Mimo

Story & Direction : Shampad

Promotion & Distribution : Team KD

Nalish Song Lyrics In Bengali : জমিয়ে রাখা নালিশ গুলো

পড়েই রয়ে গেলো,

সে আপন মানুষ হঠাৎ করে

পরের হয়ে গেলো।

প্রশ্ন হাজার ছিলো বাকি

উত্তরেরা আজ একাকী,

খুঁজে ফেরে যত্নে পোষা

আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো

পড়েই রয়ে গেলো,

সে আপন মানুষ হঠাৎ করে

পরের হয়ে গেলো।।

আজুহাতের পাহাড় যেমন

হদিশ খুঁজে পায়না,

ভালোবাসা দিয়েও তাকে

ধরে রাখা যায় না।

আ আ ...

আজুহাতের পাহাড় যখন

হদিশ খুঁজে পায়না,

ভালোবাসা দিয়েও তাকে

ধরে রাখা যায় না।

স্বপ্ন অনেক আছে বাকি

রাত্রি গুলো আজ একাকী,

খুঁজে ফেরে যত্নে পোষা

আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো

পড়েই রয়ে গেলো,

সে আপন মানুষ হঠাৎ করে

পরের হয়ে গেলো।।

যাকে নিয়ে লেখা ছিলো

হাজার একটা বায়না,

সে হারালেও সহজে তা

মুছে ফেলা যায় না।

প্রশ্ন হাজার ছিল বাকি

উত্তরেরা আজ একাকী,

খুঁজে ফেরে যত্নে পোষা

আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো

পড়েই রয়ে গেল,

সে আপন মানুষ হঠাৎ করে

পরের হয়ে গেল,

সে আপন মানুষ হঠাৎ করে

পরের হয়ে গেল।

জমিয়ে রাখা নালিশ গুলো লিরিক্স - কেশব দে :

Jomiye rakha nalish gulo

porei roye gelo

Se apon manush hotath kore

Porer hoye gelo

Proshno hajar chilo baki

Uttorera aaj ekaki

Khuje fere jotney posha

Amar achin pakhi

Ajuhaater pahar jemon

hodis khuje paay na

Valobasha diyeo taake

dhore rakha jaay na

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi