Jhor Jani Theme Jabe Lyrics (ঝড় জানি থেমে যাবে) Lopamudra Mitra

Jhor Jani Theme Jabe Lyrics by Lopamudra Mitra : Jhor Jani Theme Jabe Song Is Sung by Lopamudra Mitra . Music Composed by Joy Sarkar And Song Lyrics In Bengali Written by Arindam Saha. Song Mixing And Mastering by Goutam Basu.

Song : Jhor Jani Theme Jabe

Singer : Lopamudra Mitra

Music : Joy Sarkar

Lyrics : Arindam Saha

Programming : Somen Kutty Sarkar

Backing vocals : Swagata Nag

Editor : Hiranmay Biswas

Graphics : Tamal Duary

Label : Asha Audio

Jhor Jani Theme Jabe Song Lyrics In Bengali : ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে

বন্ধু আবার দেখা হবে,

পথ জানি শেষ হবে জয় হবেই হবে

বন্ধু আবার দেখা হবে।

প্রতিদিন এতো বাধা ভয়

মনে আছে এই প্রত্যয়,

করবো জয় নিশ্চয়..

ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে

বন্ধু আবার দেখা হবে,

পথ জানি শেষ হবে জয় হবেই হবে

বন্ধু আবার দেখা হবে।।

এভাবে এগিয়ে যাবো, তোমাকে পথেই পাবো

হবে যে একটু দেরি, বন্ধু দাঁড়িয়ে থেকো।

জীবনে প্রাণের ছোঁয়া, এইতো অনেক পাওয়া

দেখবো আকাশ বাতাস

আর কি মনের চাওয়া।

প্রতিদিন এতো বাধা ভয়

মনে আছে এই প্রত্যয়,

করবো জয় নিশ্চয় ..

ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে

বন্ধু আবার দেখা হবে,

পথ জানি শেষ হবে জয় হবেই হবে

বন্ধু আবার দেখা হবে।।

কতদিন হাসি মুখে, সয়েছি দুঃখের দিন

রয়েছি আশায় আশায় একদিন আসবে সুদিন,

আমি এক ভোরের পাখি, আনবো যে সূর্যদয়

খুলবে সুখের চাবি নেই আজ কোনো সংশয়।

প্রতিদিন এত বাধা ভয়

মনে আছে এই প্রত্যয়,

করবো জয় নিশ্চয় ..

ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে

বন্ধু আবার দেখা হবে,

পথ জানি শেষ হবে জয় হবেই হবে

বন্ধু আবার দেখা হবে।।

ঝড় জানি থেমে যাবে লিরিক্স - লোপামুদ্রা মিত্র :

Jhor jani theme jabe raat bhor hobe

Bondhu abar dekha hobe

Poth jani shesh hobe joy hobei hobe

Bandhu abar dekha hobe

Protidin eto badha bhoy

Mone ache ei protoy

Korbo joy nishchoy..

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi