Anutap Lyrics (অনুতাপ) Balam Bengali Natok Song

Anutap Lyrics by Balam : Anutap Song Is Sung by Balam from Bhalobasa Nai Bangla Natok Song. Starring: Irfan Sajjad And Tanjin Tisha. Music Composed by And Protita Bhul Jeno Pahar Soman Lyrics In Bengali Written by Balam.

Song : Anutap

Natok : Bhalobasa Nai

Singer : Balam

Lyrics, Tune & Music : Balam

Director : Jamal Mallick

DOP : Mahmudul Hasan

Edit : Shamim Hossain

Label : Eagle Music

Anutap Balam Song Lyrics In Bengali : প্রতিটি ভুল যেন পাহাড় সমান

প্রতিটি ক্ষণ যেন আকাশ সমান,

কি এ কষ্ট ডাকছে পিছু

নেই যেন আমার কিছুই।

মেঘলা আকাশ উড়ছে মন

হিমেল বাতাস ছুটছে ক্ষণ,

জানি না, কি যে হলো আজ হঠাৎ।

শত শত প্রশ্নের ভিড় জমেছে

ক্লান্ত মনে আমার,

জীবনের হিসেবে-নিকেশ গুলো

মিলছে না যেন কিছু।।

প্রতিটি ভুল যেন পাহাড় সমান

প্রতিটি ক্ষণ যেন আকাশ সমান,

কি এ কষ্ট ডাকছে পিছু

নেই যেন আমার কিছুই।

সময়ের সীমানা, নেই তো আর জানা

সব যদি পালটে যেত

জীবনের অনুতাপ যত।

শত শত প্রশ্নের ভিড় জমেছে

ক্লান্ত মনে আমার,

জীবনের হিসেবে-নিকেশ গুলো

মিলছে না যেন কিছু।

প্রতিটি ভুল যেন পাহাড় সমান

প্রতিটি ক্ষণ যেন আকাশ সমান,

কি এ কষ্ট ডাকছে পিছু

নেই যেন আমার কিছুই।

অনুতাপ লিরিক্স - বালাম :

Protiti vul jeno pahar soman

Protiti khon jeno akash soman

Ki e kosto dakche pichu

Nei jeno amar kichui

Meghla akash urche mon

Himel batas chutche khon

Janina ki je holo aaj hotath

Shoto shoto proshner bhir jomeche

Klanto mone amar

Jiboner hiseb nikesh gulo

Milche na jeno kichu

Somoyer simana nei toh aar jana

Sob jodi palte jeto

Jiboner anutap joto

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi