Baba Cheler Taan Lyrics (বাবা ছেলের টান) Asif Akbar | Syed Abdul Hadi

Baba Cheler Taan Lyrics by Asif Akbar And Syed Abdul Hadi : Baba Cheler Taan Song is Sung by Asif Akbar And Syed Abdul Hadi Bengali Song. Baba Keu Nei Tomari Moto Lyrics Father's Day Special Bengali Song Is Written by Suhrid Sufian. Music Arrangement by Suman Kalyan And Kishore Das.

Song : Baba Cheler Taan

Singer : Syed Abdul Hadi & Asif Akbar

Lyrics : Suhrid Sufian

Tune : Kishore Das

Backing Vocal : Kishore Das

Mix & Master : Kishore Das

Sketch Design : Saurav Das

Video Making By : Tarikul Islam Yasin

Label : Dhruba Music Station

Baba Cheler Taan Song Lyrics In Bengali : হয়নি বলা ভালোবাসি কত

হয়নি জানা তোমার বুকে কী ক্ষত।

জ্বালাতে সুখের আলো

রাখতে আমাদের ভালো,

ছুটে চলেছো অবিরত।

বাবা, কেউ নেই তোমারই মতো

বাবা, কেউ নেই তোমারই মতো।

ওরে খোকা তুই আমার দু'চোখের মণি

কষ্ট ভুলে যাই বাবা ডাকিস যখনই।

দেখে তোর হাসি

আমি সুখে ভাসি,

দুঃখরা ঝরে যায় তখনই।

খোকা, আয় তুই বুকে এখনই

খোকা, আয় তুই বুকে এখনই।

ঘুম থেকে উঠে তুমি চলে যাও কাজে

কপালের ঘাম পড়ে দু'পায়ের মাঝে।

এতো কিছু ভাবতে কে তোকে বলেছে

চেয়ে দেখ স্বপ্নের নৌকো চলেছে।

ছড়াতে সুখের আলো

রাখতে আমাদের ভালো,

ছুটে চলেছো অবিরত।

বাবা, কেউ নেই তোমারই মতো

বাবা, কেউ নেই তোমারই মতো।

নিজেকে নিয়ে তুমি ভাবোনি কোনদিন

তোমার কাছে তাই সূর্য সমান ঋণ।

মানুষের চেয়েও ভালো মানুষ হবি তুই

এর চেয়ে বেশি আমি চাইনা কিছুই।

ফোটাতে সুখের আলো

রাখতে আমাদের ভালো,

ছুটে চলেছো অবিরত।

বাবা, কেউ নেই তোমারই মতো

বাবা, কেউ নেই তোমারই মতো।

ওরে খোকা তুই আমার দু'চোখের মণি

কষ্ট ভুলে যাই বাবা ডাকিস যখনই।

দেখে তোর হাসি

আমি সুখে ভাসি,

দুঃখরা ঝরে যায় তখনই।

খোকা, আয় তুই বুকে এখনই

খোকা, আয় তুই বুকে এখনই,

বাবা, কেউ নেই তোমারই মতো

বাবা, কেউ নেই তোমারই মতো।

বাবা ছেলের টান লিরিক্স - পিতৃ দিবসের গান :

Hoyni bola valobashi koto

Hoyni jana tomar buke ki khoto

Jwalate sukher aalo

Rakhte amader valo

Chute cholecho obiroto

Baba keu nei tomari moto

Ore khoka tui amar duchokher moni

Kosto bhule jai baba dakis jokhoni

Dekhe tor hasi ami sukhe vasi

Dukkhora jhore jaay tokhoni

Khoka aay tui buke ekhoni

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi