Lal Genda Phool Lyrics (লাল গেন্দা ফুল) Sohag

Lal Genda Phool Lyrics by Sohag : Lal Genda Phool Song Is Sung by Sohag Bangla Song. Music Composed by Ahmed Sajeeb. Boro Loker Maiya Go Bob Cutting Chul Lal Genda Ful Lyrics In Bengali Written by Masum.

Song : Lal Genda Phool

Singer : Sohag

Music : Ahmed Sajeeb

Lyric And Tune : Masum

Video Animation : Gazi Shajahan

Label : CD Choice Music

Lal Genda Phool Song Lyrics In Bengali : আমি পাগল কেন পাগল

কেন আবোল তাবোল,

তাকে না দেখলে বাজে মনে গন্ডগোল।

ওরে এ ব্যাথা মাইয়াটা বোঝে না

কারো যেন সে ধার ধারে না,

ওরে এ ব্যাথা মাইয়াটা বোঝে না

কারো যেন সে ধার ধারে না,

যাই করি, আমি যাই করি

সবই তার কাছেতে ভুল...

বড় লোকের মাইয়া গো,

ওরে বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল

এমন খোঁপায় কেমনে দেব লাল গেন্দা ফুল?

বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল

এমন খোপায় কেমনে দেব লাল গেন্দা ফুল?

সোজা আঙুলে ঘি ওঠে না

আমার আঙ্গুল ও বাঁকা হয় না,

বড় লোকের বেটি বোঝে না,

এ পাগল মনেরই যন্ত্রনা।

যাই করি, আমি যাই করি

সবই তার কাছেতে ভুল ...

বড় লোকের মাইয়া গো,

ওরে বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল

এমন খোঁপায় কেমনে দেবো লাল গেন্দা ফুল?

বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল

এমন খোপায় কেমনে দেব লাল গেন্দা ফুল?

আমিও মানুষটা সোজা না

এতো সহজে তোকে ছাড়ছি না,

যতই দূরে যাস হারাবি না

আমার ছায়া এড়াতে পারবিনা।

চলোনা, তুমি চলোনা

একসাথে বলি কবুল ..

বড় লোকের মাইয়া গো,

ওরে বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল

এমন খোঁপায় কেমনে দেবো লাল গেন্দা ফুল?

বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল

এমন খোপায় কেমনে দেবো লাল গেন্দা ফুল?

আমি পাগল কেন পাগল

কেন আবোল তাবোল,

তাকে না দেখলে বাজে মনে গন্ডগোল।

ওরে এ ব্যাথা মাইয়াটা বোঝে না

কারো যেন সে ধার ধারে না,

ওরে এ ব্যাথা মাইয়াটা বোঝে না

কারো যেন সে ধার ধারে না,

যাই করি, আমি যাই করি

সবই তার কাছেতে ভুল...

বড় লোকের মাইয়া গো,

ওরে বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল

এমন খোঁপায় কেমনে দেব লাল গেন্দা ফুল?

বড় লোকের মাইয়া গো বব কাটিং চুল

এমন খোপায় কেমনে দেবো লাল গেন্দা ফুল?

লাল গেন্দা ফুল লিরিক্স - সোহাগ :

Ami pagol keno pagol

Keno abol tabol

Take na dekhle baaj emone gondogol

Ore e betha maita bojhe na

Karo jeno se dhar dhare na

Jai kori ami jai kori

Sobi tar kachete bhul

Ore boro loker maiya go bob cutting chul

Emon khopay kemne debo lal genda phool

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi