Neel Golap Lyrics (নীল গোলাপ) Minar Rahman
Neel Golap Lyrics by Minar Rahman : Neel Golap Song Is Sung by Minar Rahman . Music produced by Sajid Sarker And Haate Niye Neel Golap Lyrics In Bengali Written by Johir Rayhan.
Song : Neel Golap
Singer : Minar Rahman
Lyrics : Johir Rayhan
Tune & Composition: Minar Rahman
Guitar : Shaik Salekin
Music produced by : Sajid Sarker
Label : GP Music
Neel Golap Song Lyrics In Bengali : যদি বলি তুমি আমার
সরিয়ে দিয়ে আঁধার,
ভেঁজা ঠোঁটে ললাটজুড়ে
স্বপ্ন ছুঁয়ে দাও,
হাতে নিয়ে নীল গোলাপ
একটি কথার হাজার আলাপ,
আলিঙ্গনে সুখের
নিদ্রা কেড়ে নাও।
দাঁড়িয়ে দু'জন ঐ জানালার ধারে
স্বপ্ন নামাই চলো দু'হাত ভরে,
তোমার দু'চোখে পৃথিবী দেখি
তোমার ছায়াতে ছবি আঁকি..
তোমার আঙিনা জুড়ে
শত ক্রোশ পথ ঘুরে
নিয়ে এসেছি আমি প্রাণ ভোমরা,
সোনার কাঠি রূপোর কাঠির ছোঁয়ায়
ভেঙ্গেছে হাজার বছরের ঘুমেরা,
ভেঙেছে হাজার বছরের ঘুমেরা।
তোমার আঙুলটা পথের দিশারি
তোমার কথা মালা গল্প আমারই,
তোমার সীমানা জুড়ে
প্রতিটি রাত প্রহরে
খুঁজে ফিরি আমার আমিকে,
হাজার মানুষের ভীড়ে।
দাঁড়িয়ে দুজন ঐ জানালার ধারে
স্বপ্ন নামাই চলো দু'হাত ভরে,
তোমার দু'চোখে পৃথিবী দেখি
তোমার ছায়াতে ছবি আঁকি ..
তোমার আঙ্গিনা জুড়ে
শত ক্রোশ পথ ঘুরে
নিয়ে এসেছি আমি প্রাণ ভোমরা,
সোনার কাঠি রূপোর কাঠির ছোঁয়ায়
ভেঙ্গেছে হাজার বছরের ঘুমেরা,
ভেঙেছে হাজার বছরের ঘুমেরা।
নীল গোলাপ লিরিক্স - মিনার রহমান :
Jodi boli tumi amar
Soriye diye andhar
Veja thote lolat jure
Shopno chuye dao
Haate niye nil golap
Ekti kothar hajar alap
Alingone sukher nidra kere nao
---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd
Comments
Post a Comment