Moddhobitter LockDown Lyrics (মধ্যবিত্তের লকডাউন) Tabib Mahmud Rap Song

Moddhobitter LockDown Lyrics by Tabib Mahmud : Moddhobitter LockDown Bangla Rap Song Is Sung by Tabib Mahmud . Music Composed by LMG Beats And Bengali Lockdown Song Lyrics In Bengali Written by Tabib Mahmud.

Song : Moddhobitter Lockdown

Vocal & Lyrics : Tabib Mahmud

Music : L.M.G Beats

DOP : Raihan Uddin

AD : AK Hasan

Directed by Tabib Mahmud

Moddhobitter LockDown Song Lyrics In Bengali : আমি তাকে চিনিনা, সে তরুণ

পৃথিবী কে সচল রেখে

নিজেদের কষ্ট লুকিয়ে

অভিনয় করে বেঁচে থাকা,

মধ্যবিত্ত তরুণ।

আমার মত তারো তরুণ জীবন তবে

কাঁধে তার পরিবার করে নির্ভর,

সে ঘাটে দিনভর করে ছোটো চাকরি

রোজ ফেরি করে মালামাল করে বিক্রি

তার জীবন এখন কচু পাতায় এক ফোটা

জলের মতন

পুরো পরিবার তার করে হাহাকার,

আহা খাদ্যের অভাব

হাত পেতে খাওয়া তার নয়তো স্বভাব।

কারো কাছে চায় না সে পায় না সে খাদ্য

তার দুখ ঘুচাবে আছে কার সাধ্য

জীবনের এই ধাপে পরাজিত সৈনিক

গৃহবন্দি হয়ে মারা যায় দৈনিক।

খবরের কাগজটা জানে না এ সংবাদ

বরবাদ হয় যেথা ক্ষুদার রাজ্যে ব্যাথা,

ধুকে ধুকে মরে এটা তিক্ত সত্য

অসহায় বাবা নাম মধ্যবিত্ত।

আহারে জীবন পানির মতন

সূর্যের আলোতেই শুকিয়ে গেলো,

আহারে জীবন নদীর মতন

সাগরের সাথে মিশে হারিয়ে গেলো।

এই পৃথিবীকে যারা রেখেছে সচল তারা

মধ্যবিত্ত হয়ে হয়েছে অচল এই

দুর্যোগে ঘরে বসে আকাশের দিকে চেয়ে

বিধাতার তরে তারা ঝরায় বাদল।

আহা এ ব্যথার গান শুনে কোন কান?

ক্ষুধার থেকে বড় তার সম্মান,

আমাদের ত্রানগুলো পারেনা সে নিতে তার

ব্যাথায় বুকটা চিরে হয় খান খান।

দুই মেয়ে এক ছেলে মা বাবা বৃদ্ধ

পরাজিত হয়ে সে ঘরে অবরুদ্ধ,

সঞ্চিত টাকাগুলো একে একে হলো শেষ

চিন্তায় মৃতপ্রায় হচ্ছে সে নিঃশ্বেস।

কারো ঘরে কোটি টাকা বালিশে ঘুমায় আর

কারো যুগ কেটে যায় একটি জামায়,

অসুস্থ পৃথিবীকে বুঝাতে হবে

সামাজিক ব্যবধান ঘুচাতে হবে।

আহারে জীবন জলের মতন

সূর্যের আলোতেই শুকিয়ে গেলো,

আহারে জীবন নদীর মতন

সাগরের সাথে মিশে হারিয়ে গেলো।

আপনার সামর্থ্য আছে কিন্তু

আপনার আন্তীয় কিংবা প্রতিবেশী?

তাদের ঘরে আছে কি খাবার?

এখনি সময় মানুষের পাশে দাঁড়াবার,

এখনি সময় নিজেকে মানুষ প্রমান করার।

মধ্যবিত্তের লকডাউন লিরিক্স - তাবিব মাহমুদ :

Amar moto taaro tarun jibon tobe

Kandhe tar poribar kore nirbhor

Se ghate dinbhor kore choto chakri

Rooj feri kore malamal kore bikri

Tar jibon ekhon kochu patay

Ek fota jole moton.

Ahare jibon panir moton

Surjer aalotei shukiye gelo

Ahare jibon nodir moton

Sagorer sathe mishe hariye gelo

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi