Deho Khacha Lyrics (দেহ খাঁচা) Rajib Shah Song

Deho Khacha Lyrics by Rajib Shah : Deho Khacha Song Is Sung by Rajib Shah Bangla Folk Song. Music Composed by S Ruhul And Somoy Thakte Dako Doyal Re Lyrics In Bengali Written by H P Hridoy.

Song : Deho Khacha

Singer : Rajib Shah

Lyrics : H P Hridoy

Tune & Music : S Ruhul

Label : Agniveena

Deho Khacha Song Lyrics In Bengali : একদিন দেহ খাঁচা ছাড়িয়া

পাখি যাবে উড়িয়া,

দেহ খাঁচা ছাড়িয়া প্রাণখানি যাবে উড়িয়া

মাটির উপর শুন্য খাঁচা থাকবে যে পড়ে..

ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে,

ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে।

রঙ পালিশের দামি গাড়ি

আছে যত অর্থ কড়ি,

হবে যেদিন সমন জারি

ছাড়তে হবে ভবের বাড়ি।

আপন আপন কেউ কারো নয়

পুলসিরাতের আছেনি ভয়,

আপন আপন কেউ কারো নয়

পুলসিরাতের আছেনি ভয়,

মিছে মায়া কইরো না এই সংসারে..

ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে,

ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে।

বন্ধু বান্ধব মাতা পিতা

স্ত্রী পুত্র ভগ্নী ভ্রাতা,

মিছে ভাবো তাদের কথা

বুঝে না রে তোমার ব্যথা।

কেউ যাবে না তোমার সাথে

একলা একা যেতে হবে,

কেউ যাবে না তোমার সাথে

একলা একা যেতে হবে,

হিসাব তোমার চাহিবে উপরে..

ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে

ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে

আপন স্বার্থে মত্ত হয়ে

যতই করো ছলাকলা,

ডুবিলে জীবন ভেলা

সাঙ্গ হবে রঙ্গমেলা।

হৃদয় করে তোমার আশা

দয়াল তুমি শেষ ভরসা,

হৃদয় করে তোমার আশা

দয়াল তুমি শেষ ভরসা,

তরাইও পড়িলে ফেরে..

ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে

ও মন রে সময় থাকতে ডাকো দয়াল রে।

দেহ খাঁচা লিরিক্স - রাজীব শাহ :

Ekdin deho khacha chariya

Pakhi jabe uriya

Deho khacha chariya

praanpakhi jabe uriya

Matir upor shunno khacha thakbe je pori

O mono re somoy thakte dako dayal re

O mon re shomoy thakte dako dayal re

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi