Na Thaka Jure Lyrics (না থাকা জুড়ে) Mahtim Shakib | Charur Biye

Na Thaka Jure Lyrics by Mahtim Shakib : Na Thaka Jure Song Is Sung by Mahtim Shakib from Charur Biye Bangla Natok Song. Featuring: Ziaul Faruq Apurba And Mehazabien Chowdhury. Music Composed by Sajid Sarkar And Tumi Amar Na Thaka Jure Amay Rekhe Dao Lyrics In Bengali Written by Shomeshwar Oli.

Song : Na Thaka Jure

Drama : Charur Biye

Singer : Mahtim Shakib

Music : Sajid Sarkar

Lyrics : Shomeshwar Oli

Director : Mizanur Rahman Aryan

Producer : SK Shahed Ali Pappu

Label: Central Music and Video [CMV]

Na Thaka Jure Song Lyrics In Bengali : কিছু অক্ষর ছিল এলোমেলো

একে একে সাজিয়ে রাখলাম,

মুঠো হতে ছড়িয়ে গেলো

মিষ্টি মধুর সে ডাকনাম।

তোমারি আলোতে, তোমারি ভালোতে

জেগে আছি আমি,

আমারি গোপনে আমারি স্বপ্নে তুমি।

তুমি তোমার না থাকা জুড়ে

আমায় রেখে দাও,

তুমি আমার না থাকা জুড়ে

তোমায় রেখে যাও।

কিছু অক্ষর ছিল এলোমেলো

একে একে সাজিয়ে রাখলাম,

মুঠো হতে ছড়িয়ে গেলো

মিষ্টি মধুর সে ডাকনাম।

চোখের ভেতর থেকে রাত জাগা ঘুম

ও.. বেরিয়ে পড়েছে আজ বেমালুম,

খুঁজেছে তোমাকে রাতের তারা

এলো তোমাকে পাওয়ার মরশুম।

তুমি তোমার না থাকা জুড়ে

আমায় রেখে দাও,

তুমি আমার না থাকা জুড়ে

তোমায় রেখে যাও।

কিছু অক্ষর ছিলো এলোমেলো

একে একে সাজিয়ে রাখলাম,

মুঠো হতে ছড়িয়ে গেলো

মিষ্টি মধুর সে ডাকনাম।

শাড়ির আঁচল দিল ঘোর লাগা দিন

কারণ বারনে হয়ে অমলিন,

বুঝেছে তোমাকে অবুঝ ছেলে

তোমাকে নিয়ে হলো সে রঙিন।

তুমি তোমার না থাকা জুড়ে

আমায় রেখে দাও,

তুমি আমার না থাকা জুড়ে

তোমায় রেখে যাও।

না থাকা জুড়ে লিরিক্স - মাহতিম শাকিব :

Kichu akkhor chilo elomelo

Eke eke sajiye rakhlam

Mutho hote choriye gelo

Misti modhur se daak naam

Tomari alote tomari valote

Jege achi ami

Amari gopone amari shopne tumi

Tumi tomar na thaka jure

Amay rekhe dao

Tumi amar na thaka jure

Tomay rekhe jao

Kichu okkhor chilo elomelo

Eke eke sajiye rakhlam

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi