Bokhate Lyrics (বখাটে) Charpoka Band Song

Bokhate Lyrics by Charpoka Band : Bokhate Song Is Sung by Imran Hossen Emu from Charpoka Band Song 2020. Starring: Afjal Sujon And Fariya Binta Wadud. Music Composed by Ankur Mahamud And Bokhate Boliya Meye Gelo Amay Chariya Lyrics In bengali Written by Rafej Hossain Habibullah.

Song : Bokhate

Singer : Imran Hossen Emu

Music : Ankur Mahamud

Lyrics : Rafej Hossain Habibullah

Tune : Rafej Hossain Habibullah & Ankur Mahamud

Band : Charpoka

Story & Directed by : Eagle Team

DOP : Rajon Hossain Romm

Edit : Imratul Islam

Label : Eagle Music

Bokhate Song Lyrics In Bengali : আঁচল দিয়া ঢাইকা রাইখো

দেখবো নাতো মুখ তোমার,

জল ভরা চোখে কান্না

আজও ভাসে চোখে আমার।

আঁচল দিয়া ঢাইকা রাইখো

দেখবো নাতো মুখ তোমার,

জল ভরা চোখে কান্না

আজও ভাসে চোখে আমার।

শূন্য আকাশে ওরে তোমার কালো চুল

ঠিক তখনই বলেছিলে ভালোবাসি তোমায়।

এখন রাঙা ঠোঁটে বলে পাগল

যাওনা আমায় ভুলিয়া,

বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া,

রাঙা ঠোঁটে বলে পাগল

যাওনা আমায় ভুলিয়া

বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া।

কত স্বপ্ন সাজিয়েছি ছোট্ট মনের ঘরে

সব কিছু আজ ভেঙে গেলো

কাল বৈশাখী ঝড়ে।

কালো কাজল চোখে আকাশ

দেখবো বলে আবার,

আজও পথো ছেয়ে বসে আছি

তোমার প্রতীক্ষায়।

এখন রাঙা ঠোঁটে বলে পাগল

যাওনা আমায় ভুলিয়া,

বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া,

রাঙা ঠোঁটে বলে পাগল

যাওনা আমায় ভুলিয়া

বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া।

দূর থেকে ভালোবেসে যাবো

বলবনা কখনও আর,

ঘুমের ঘোরে তোমার ছবি ভেসে ওঠে বারবার।

লাল-নীল শাড়ি পরে জ্বলে ওঠো বারান্দায়

দেখ চেয়ে আমি দাড়িয়ে ভালোবাসি তোমায়।

এখন রাঙা ঠোঁটে বলে পাগল

যাওনা আমায় ভুলিয়া,

বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া,

রাঙা ঠোঁটে বলে পাগল

যাওনা আমায় ভুলিয়া

বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া।

আঁচল দিয়া ঢাইকা রাইখো

দেখবো নাতো মুখ তোমার,

জল ভরা চোখে কান্না

আজও ভাসে চোখে আমার।

বখাটে লিরিক্স - ছারপোকা ব্যান্ড :

Achol diya dhaika raikho

Dekhbo na to mukh tomar

Jol bhora chokhe kanna

Aajo bhase chokhe amar

Shunno akashe orey tomar kalo chul

Thik tokhoni bolechile valobashi tomay

Ekhon ranga thote bole pagol

Jaona amay bhuliya

Bokhate boliya meye gelo amay chariya

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi