Bhalobashi Tomay Tai Janai Gaane Lyrics (ভালোবাসি তোমায় তাই জানাই গানে) Arunendu Das

Bhalobashi Tomay Tai Janai Gaane Lyrics by Arunendu Das : Bhalobashi Tomay Tai Janai Gaane  by Mohiner Ghoraguli. Unplugged Song Is Sung by Paroma Banerjee. Valobashi Tomay Tai Janai Gaane Lyrics In Bengali Written by Arunendu Das . Cover Version Song Is Sung by Saif Zohan.

Song : Tai Janai Gaane

Band Name : Mohiner Ghoraguli

Album :  Khyapar Gaan

Lyrics & Music by : Arunendu Das

Cover Credits :

Singer : Saif Zohan

Music Recreated by : R Joy

Art work : Rifat Imran Sany

Bhalobashi Tomay Tai Janai Gaane Song Lyrics In Bengali : জানাতে যতো যাই কথায়

হারায় ততোই মানে,

ভালোবাসি তোমায় তাই জানাই গানে।

জানাতে যতো যাই কথায়

হারায় ততোই মানে,

ভালোবাসি তোমায় তাই জানাই গানে,

ভালোবাসি তোমায় তাই জানাই গানে।

কেন এমন যে মনে হয়

কথা শুধুই কথা আর নয়,

কেন এমন যে মনে হয়

কথা শুধুই কথা আর নয়,

যেন উজাড় করে চায় দিতে আজ

যা কিছু প্রাণে,

ভালবাসি তোমায় তাই জানাই গানে।

জানাতে যতো যাই কথায়

হারায় ততই মানে,

ভালোবাসি তোমায় তাই জানাই গানে।

কিছুতে হয় না বলা আর

শত কথায় ও যা বলার,

কিছুতে হয় না বলা আর

শত কথায় ও যা বলার,

বুঝি জানাতে চাই সব যারে মোর

আপনি সে জানে,

ভালবাসি তোমায় তাই জানাই গানে।

জানাতে যতো যাই কথায়

হারায় ততোই মানে

ভালোবাসি তোমায় তাই জানাই গানে..

ভালোবাসি তোমায় তাই জানাই গানে লিরিক্স :

Janate joto jai kothay

Haray totoi maane

Bhalobashi tomay tai janai gane

Keno emon je mone hoy

Kotha shudhui kotha aar noy

Jeno ujar kore chaay dite aaj

Ja kichu praane

Valobasi tomay tai janai gane

Kichute hoyna bola aar

Shoto kothayo ja bolar

Bujhi jante chai sob jaare mor

Apni se jaane

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi