Ami Ekta Tui Chai Poem Lyrics (আমি একটা তুই চাই) Munmun Mukherjee Recitation

Ami Ekta Tui Chai Poem Lyrics by Munmun Mukherjee : Ami Ekta Tui Chai Bengali Poem Recited by Munmun Mukherjee . Same Poem Bangla Kobita Abritti Recitation by Kathakoli Sharmistha, Rusha Ghose, And Many Various Artists In Their Own Way.

Poem Name : Ami Ekta Tui Chai

Recited by : Munmun Mukherjee

Music Arranged by : Santanu Banerjee

Kayboard : Debasish

Recrding & Mixing : Kaushik Som

Violin : Ayan

Assist : Bilwatosh, Shiladitya

Camera : Nilanjan

Edit : Soumyadip

Ami Ekta Tui Chai Poem Poem Lyrics In Bengali : আমি একটা তুই চাই

একটা সত্যিকারের তুই চাই,

যে জানবে আমার পুরো ভিতরটা

জানবে আমার লুকানো সব দোষ,

আমার বদমাইশি, আমার নোংরামি,

আমার কলঙ্ক।

যে নিজে থেকে আমার ভুলগুলোর

অংশীদার হবে,

আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে

নিজের খাতার প্রথম পাতায়।

আমি এমন একটি তুই চাই

যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব

আমার সব অনিয়ম,আমার অপারগতা,

আমার বদভ্যাস, আমার উশৃঙ্খলতা।

আমি পিঠ চাপড়ে তার

কাঁধে তুলে দেব আমার

অসহায়ত্বের ঝুলি,

আমার একাকীত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট,

আমার দুশ্চিন্তা, আমার হতাশা।

সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে

সে বাধবে মস্ত বড় এক বস্তা,

তারপর কুলির মতো

মাথায় করে বয়ে নিয়ে যাবে সেইসব অভিশাপ,

আর হাসতে হাসতে বলবে -

ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি

এই বোঝা?

তারপর,

ঠিকানা ছাড়া পথে হাটতে থাকবে অসীম

সমুদ্র পর্যন্ত

সাগর পাড়ে এসে

প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা

ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে

আমার সব অভিশাপের ঝুলি।

আমি ঠিক এরকম একটা তুই চাই

যে কোনদিন তুমি বা আপনি গুলোর মাঝে

হারিয়ে যাবে না,

আমি একটা তুই চাই।

আমি একটা তুই চাই কবিতা :

আবৃত্তি : মুনমুন মুখার্জী

Ami ekta tui chai

Ekta sottikarer tui chai

Je janbe amar puro vitor ta

Janbe amar lukono sob dosh

Amar bodmaishi amar nongrami

Amar kolonko

Je nije theke amar bhulgulor

Angshidar hobe

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi