Tui Chol Lyrics (কোন গোপনে) Somlata | Brahma Janen Gopon Kommoti

Tui Chol Lyrics by Somlata : Tui Chol Song Is Sung by Somlata Acharyya Chowdhury from Brahma Janen Gopon Kommoti  Bengali Movie. Starring: Ritabhari Chakraborty and Soham Majumdar. Music Composed by And Tui Chol Egiye Chol Lyrics In Bengali Written by Anindya Chattopadhyay.

Song : Tui Chol

Movie : Brahma Janen Gopon Kommoti

Singer : Somlata Acharyya Chowdhury

Lyric & composition : Anindya Chattopadhyay

Musical arrangements : Rudraneel Chowdhury

Mixing & Mastering : Debojit Sengupta

Directed by : Aritra Mukherjee

Label : WINDOWS

Tui Chol Song Lyrics In Bengali : যে মেয়েটির লুকোনো তীর

সঠিক তাক করেছে পন,

সে মেয়েটির লাগেনা ভিড়

একাই হয়ে যায় একশো জন।

যে মেয়েটার কথার ধার

লাফিয়ে পার হিংসে ঢেউ,

সে মেয়েটার আমিও তার

পাশে হাঁটার গোপন কেউ।

কথা বলবে সে কাদের

কিছু ভুল আর্তনাদের,

ভাষা বলবে কি তাদের প্রতিবাদের,

পাশে তাদের।

তুই চল এগিয়ে চল

নিয়ে শপথ অগ্নিজল,

তুই বল চেঁচিয়ে বল

জিতে যাওয়ার মন্ত্রবল।

আগামী ডাক দিলো তাকে

এখনই হয়েছে সময়,

বাতিল নিয়মের ফাঁকে

আলোরা হাসে নিশ্চয়।

যে মেয়েটির লক্ষ্য স্থির

ভেঙে প্রাচীর জেতার পন,

সে মেয়েটার তুমিও তার

খুব চেনা আপনজন।

কথা বলবে সে কাদের

কিছু ভুল আর্তনাদের,

ভাষা বলবে কি তাদের প্রতিবাদের,

পাশে তাদের।

তুই চল এগিয়ে চল

নিয়ে শপথ অগ্নিজল,

তুই বল চেঁচিয়ে বল

জিতে যাওয়ার মন্ত্রবল।

তুই চল লিরিক্স - সোমলতা - ব্রহ্মা জানেন গোপন কম্মটি:

Je meyetir lukono teer

Sothik taak koreche pon

Se meyetir lagena bhir

Ekai hoye jai eksho jon

Kotha bolbe se kader

Kichu bhul artonader

Bhasa bolbe ki tader

Protibader Pashe tader

Tui Chol egiye chol

Niye shopoth agnijol

Tui bol chechiye bol

Jite jaowar montrobol

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi