Tomaro Asime Lyrics (তোমার অসীমে) Rabindra Sangeet | Piya Chakraborty

Tomaro Asime Lyrics Rabindra Sangeet : Tomaro Asime Rabindra Sangeet Sung by Piya Chakraborty. Music Arranged by Anupam Roy. Tomaro Ashime Lyrics In Bengali Written by Rabindranath Thakur. Tomaro Awsheeme Prano Mono Loye Same Song is Sung by Jayati Chakraborty, Iman Chakraborty, Durnibar Saha And Many Various Artists In Their Own Way.

Song : Tomaro Asime

Singer : Piya Chakraborty

Music & Lyrics : Rabindranath Thakur

Arranged by :Anupam Roy

Piano & programming : Nabarun Bose

Bass : Kaustav Biswas

Guitar : Rishabh Ray

Mixed & mastered by : Shomi Chatterjee

Tomaro Asime Song Lyrics In Bengali : তোমার অসীমে প্রাণমন লয়ে

যত দূরে আমি ধাই,

কোথাও দুঃখ, কোথাও মৃত্যু,

কোথা বিচ্ছেদ নাই।

তোমার অসীমে প্রাণমন লয়ে

যত দূরে আমি ধাই।

মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ

দুঃখ হয় হে দুঃখের কূপ,

তোমা হতে যবে হইয়ে বিমুখ

আপনার পানে চাই।

তোমার অসীমে প্রাণমন লয়ে

যত দূরে আমি ধাই।

হে পূর্ণ তব চরণের কাছে

যাহা কিছু সব আছে, আছে, আছে,

নাই নাই ভয়, সে শুধু আমারই,

নিশিদিন কাঁদি তাই।

অন্তরগ্লানি সংসারভার

পলক ফেলিতে কোথা একাকার,

জীবনের মাঝে স্বরূপ তোমার

রাখিবারে যদি পাই।

তোমার অসীমে প্রাণমন লয়ে

যত দূরে আমি ধাই,

কোথাও দুঃখ, কোথাও মৃত্যু,

কোথা বিচ্ছেদ নাই।

তোমার অসীমে প্রাণমন লয়ে

যত দূরে আমি ধাই।

তোমার অসীমে লিরিক্স - রবীন্দ্রসঙ্গীত :

Tomaro Ashime Prano Mono Loye

Jotodur ami dhai

Kothao dukkho kothao mrittu

Kotha bichched nai

Mrittu se dhore mrittur rup

Dukkho hoy hey dukkher kup

Toma hote jobe hoiye bimukh

Apnar paane chai

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi