Tomar Opekkhay Lyrics (তোমার অপেক্ষায়) Salma | Habib Wahid

Tomar Opekkhay Lyrics by Salma : Tomar Opekkhay Song Is Sung by Salma Featuring: Farhana Pria. Music Composed by Habib Wahid. Dur Ojanay Thako Tumi Lyrics In Bengali Written by Amita Karmoker.

Song : Tomar Opekkhay

Singer : Salma

Tune & Music : Habib Wahid

Lyrics : Amita Karmoker

Video : HW Productions

Tomar Opekkhay Song Lyrics In Bengali : দূর অজানায় থাকো তুমি

যায়না তোমায় দেখা,

তোমায় ছেড়ে অনেক দূরে

আমিও যে একা।

রাত্রি ছুঁয়ে জোছনা মেখে

ঘুম হারানো চোখে,

আমার আকাশ মেঘলা ভীষণ

একলা থাকার শোকে।

মেঘলা পথে পা বাড়িয়ে

হাঁটছি মেঘের মতো,

তোমায় ছেড়ে একলা ঘরে

রইবো আমি কতো।

দূর অজানায় থাকো তুমি

যায়না তোমায় দেখা,

তোমায় ছেড়ে অনেক দূরে

আমিও যে একা।

তোমায় ভেবে রাতের মায়া

স্বপ্ন এঁকে রাখি,

রোজ নিশিতে আকাশ'পানে

অবাক চেয়ে থাকি।

চোখের কাজল জেগেই

আঁধার যেন নামে,

ভাবছি বুঝি আসবে চিঠি

রঙ্গীন কোনো খামে।

দূর অজানায় থাকো তুমি

যায়না তোমায় দেখা,

তোমায় ছেড়ে অনেক দূরে

আমিও যে একা।

তোমার অপেক্ষায় লিরিক্স - সালমা :

Dur ajanay thako tumi

jayna tomar dekha

Tomay chere onek dure

Amio je eka

Raatri chuye jochona mekhe

Ghum harano chokhe

Amar akash meghla vishon

Ekla thakar shoke

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi