Kothay Jabi Lyrics (কোথায় যাবি) Samz Vai Song 2020

Kothay Jabi Lyrics by Samz Vai : Kothay Jabi Song Is Sung by Samz Vai Bangla Song 2020. Starring: Zaher Alvi And Subha. Music Composed by Tanzil Hasan. Bol Tui Kothay Jabi Lyrics In Bengali Written by Samz Vai.

Song : Kothay Jabi

Singer : Samz Vai

Music : Tanzil Hasan

Lyrics & Tune : Samz Vai

Story & Directed by : Eagle Team

DOP : Rajon Romm

Edit : Imratul Islam

Color: Shamim Hossain

Produced by : Kachi Ahmed

Label : Eagle Music

Kothay Jabi Song Lyrics In Bengali : কতো কথা আমারো না বলা রয়ে যায়

স্মৃতি গুলো কেন আমাকে কাঁদায়,

জানি না কেন এমন হয় আমারই সাথে

ভালবাসা আমার না পাওয়াই রয়ে যায়।

আমারও তো মনে হয় থাকি তোমার পাশে

কি এমন তোমারও হয় আমায় ভাল বাসিলে,

কেন কর এমন বলনা?

ভালবাসি বলে কেন কর ছলনা?

বল তুই কোথায় যাবি এই আমারে ছাড়ি?

বল আমার মত আর তুই কোথায় পাবি,

কোথায় যাবি? ..

মনে মনে ভেবে আর লাভ নেই আমারও

আমার কেন ইচ্ছা হয় থাকতে পাশে তোমারও।

তবু বুঝিনা কেন জানিনা

এ কেমন মায়া তোমারও,

আমাকে রাখে ঘিরে, আসতে চায় ফিরে

তবু পারিনা ফিরতে আমার এ ঘরে,

হারিয়ে যাই বারেবারে তোমার কাছে।

ভালো তো লাগে না,

একা থাকার যন্ত্রনা

তুমারো অই দু চোখে আমার

ভালোবাসার ঠিকানা।

বল তুই কোথায় যাবি

এই আমারে ছাড়ি?

বল আমার মত আর তুই কোথায় পাবি?

কোথায় যাবি? ..

কোথায় যাবি লিরিক্স - সেমজ ভাই :

Amaro to mone hoy thaki tomar pashe

Ki emon tomaro hoy amay valo bashile

Keno koro emon bolona

Valobashi bole keno koro cholona

Bol tui kothay jabi ei amare chari?

Bol amar moto aar tui kothay pabi?

Kothay jabi?

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi