Keu Kotha Rakheni Lyrics (কেউ কথা রাখেনি) Minar Rahman

Keu Kotha Rakheni Lyrics by Minar Rahman : Keu Kotha Rakheni Song Is Sung by Minar Rahman . Music Produced by Sajid Sarker. Music Composed by And bengali Song Lyrics Written by Minar Rahman.

Song : Keu Kotha Rakheni

Vocal, Tune, Composition & Lyrics : Minar Rahman

Music Produced by : Sajid Sarker

Mix and mastered by : Sajid Sarker

Cinematography : Dihan Chowdhury

Keu Kotha Rakheni Song Lyrics In Bengali : কেউ কথা রাখেনি ভালোবাসেনি

কেউ চুপি চুপি পায় কাছে আসেনি,

কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে

খুব আদর মেখে আর ডাকেনি।

আর ডাকেনি..

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই

পালতোলা নৌকায় আবার হারাবো,

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই

চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।

কেউ দূর আকাশে জোছনা মাখে

কেউ জোনাকির আলোয় গল্প লেখে,

কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে

ভুল পংক্তিমালা আবারো হাসে।

আবারও হাসে..

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই

পালতোলা নৌকায় আবার হারাবো,

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই

চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।

চেনা পথ গুলো আজ দূরে দূরে

ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়,

সেই পুরোনো ঘর, পুরোনো চাদর

সব স্মৃতি হয়ে দক্ষিনা হাওয়ায় ভাসে।

দক্ষিনা হাওয়ায় ভাসে..

কেউ কথা রাখেনি ভালোবাসেনি

কেউ চুপি চুপি পায় কাছে আসেনি,

কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে

খুব আদর মেখে আর ডাকেনি।

আর ডাকেনি..

ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই

পালতোলা নৌকায় আবার হারাবো,

ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই

চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো।

কেউ কথা রাখেনি লিরিক্স - মিনার রহমান :

Keu kotha rakheni valobasheni

Keu chupi chupi paay kache asheni

Keu godhuli belay du'haat bariye

Khub ador mekhe aar dakeni

Ghor chara batas hoye tomay vasate chai

Paaltola noukay abar harabo

Ghum vanga sokal hoye tomay hasate chai

Chokhjure shopne ure berabo

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi