Asampurna Lyrics (অসম্পূর্ণ) Another Bedroom Project

Asampurna Lyrics by Another Bedroom Project : Asampurna Song Is Sung by Ajitesh Roy Chowdhury from Somoy Shese Another Bedroom Project Album. Featuring: Soha Patil. Recorded, Mixed and Mastered at Gray Spark Audio, Pune.

Song : Asampurna

Written, Programmed and Sung by : Ajitesh Roy Chowdhury

Electric Guitars : Sharad Rao

Recording Engineer : Saurabh Lodha

Mixing Engineer : Nitin Muralikrishna

Mastering Engineer : Ronak Runwal

Video Production : Adwaita Chakma

Asampurna Song Lyrics In Bengali : এখনো সময় আছে, যদি বলি চল

যাবি কিনা বল ?

সেই পথটা আজও আছে,

দিগন্তের ধারে কাছে

খুঁজে পাব যদি থাকিস সাথে,

ঘুরে আসি চল, যাবি কিনা বল?

সবুজ পাহাড়ে তোর হলুদ জামার রঙ

আজও মনে পড়ে, এক হবার আয়োজন

চল যাই আবার

সেই সময়টার বাকি খাতার উধার

সব মিটিয়ে নেই এবার।

আজ দিনের শেষে থাকব বসে,

তুই আসবি তো বল আবার সেই জায়গায়?

আজ খোলামনে,

সব অসম্পূর্ণ কথাগুলো তোর সাথে বলব তাই

ডাকছি তোকে,

না এলে দেখবি কি করে কেন যে হয়েছি অসহায়

যদি আজ আবার, দিস কোনও অজুহাত,

জানিস এ সুযোগ আর তো পাবিনা

কারন এবার,

তৈরি আমিও করতে বন্ধ আমার হৃদয়ের দোয়ার।

ভাবছিস কি বসে ?

আজ তো বল, সেই অনুভূতি কি নকল ?

আজকে শেষ বিদায় দেব তাই যদি তোর চাই

শেষ কথা তবু কিছু তো বলার ছিল বলতে হয়

করবো না অভিনয়।

আজ খোলামনে,

সব অসম্পূর্ণ কথাগুলো তোর সাথে বলব তাই

ডাকছি তোকে,

না এলে দেখবি কি করে কেন যে হয়েছি অসহায়

যদি আজ আবার, দিস কোনও অজুহাত,

জানিস এ সুযোগ আর তো পাবিনা

কারন এবার,

তৈরি আমিও করতে বন্ধ আমার হৃদয়ের দোয়ার।

আজ খোলামনে সব অসম্পূর্ণ কথাগুলো লিরিক্স :

Aaj khola mone sob asompurno kothagulo

Tor sathe bolbo tai

Dakchi toke na ele dekhbi ki kore

Keno je hoyechi oshohay

Jodi aaj abar dis kono ajuhaat

Janis e sujog aar to pabona

Karon ebar toiri amio korte bondho

Aamar hridoyer dowar

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi