Hridayer Gaan Shikhe To Gaay Go Sabai Lyrics (হৃদয়ের গান শিখে তো) Manna Dey

Hridayer Gaan Shikhe To Gaay Go Sabai Lyrics by Manna Dey : Hridayer Gaan Shikhe To Gaay Go Sabai Song Is Sung by Manna Dey . Music Composed by Ratu Mukherjee. Noyone Kajol Se To Sobai Pore Lyrics In Bengali Written by Pulak Banerjee.

Song : Hridayer Gaan Shikhe To Gaay Go Sobai

Singer : Manna Dey

Music Director : Ratu Mukherjee

Lyricist : Pulak Banerjee

Label : Saregama India Ltd

Hridayer Gaan Shikhe To Gaay Go Sabai Song Lyrics In Bengali : হৃদয়ের গান শিখে তো

গায় গো সবাই,

ক'জনা হৃদয় দিয়ে গাইতে জানে,

নয়নে কাজল সে তো সবাই পরে

ক'জনা তোমার মত চাইতে জানে

হৃদয়ের গান শিখে তো

গায় গো সবাই।

কত না রঙ বাহারী ফুলের মালায়

খোঁপাটি বাহার করে সবাই সাজায়,

জুঁই ফুল এমন করে এলো খোঁপায়

ক'জনা তোমার মত ছাইতে জানে,

হৃদয়ের গান শিখে তো

গায় গো সবাই।

কাহিনী গল্প গাঁথা কত

কি কয় সকলে,

এভাবে মনের কথা

বল না আর কে বলে।

সবারই জীবনে প্রেম হয়তো আসে

জানি না এমন ভালো আর কে বাসে,

স্বপনের সোনার তরী কূল হারিয়ে

ক'জনা তোমার মত বাইতে জানে।

হৃদয়ের গান শিখে তো

গায় গো সবাই,

কজনা হৃদয় দিয়ে গাইতে জানে,

নয়নে কাজল সে তো সবাই পরে

কজনা তোমার মত চাইতে জানে

হৃদয়ের গান শিখে তো

গায় গো সবাই।

হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই লিরিক্স - মান্না দে :

Hridoyer gaan sikhe to

Gaay go sobai

Kojona hridoy diye gaite jane

Noyone kajol se to sabai pore

Koyjona tomar moto chaite jane

Hridoyer gan sikhe to

Gaay go shobai

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi