Abar Konodin Lyrics (আবার কোনোদিন) Habib Wahid

Abar Konodin Lyrics by Habib Wahid : Abar Konodin Song Is Sung by Habib Wahid Bangla Song. Tune And Music Composed by Habib Wahid. Song Lyrics In Bengali Written by Amita Karmoker.

Song Name : Abar Konodin

Vocal, Tune & Music : Habib Wahid

Lyrics : Amita Karmoker

Director & Cinematographer : Aditya Paul

Drone Operator : Debdip Chakraborty

Video Production : HW Productions

Abar Konodin Song Lyrics In Bengali : আমি তো বারে বারে

তোমার আবদারে

হেরেছি নিজের কাছে।

দিয়েছি সব কিছু যেটুকু যায় দেওয়া

বাকিটা জমানো আছে।

আবার কোনোদিন সন্ধ্যা এলে নেমে

চলবো পায়ে পায়ে পথের শেষ ধারে

তোমার সাথেই যাবো থেমে,

তুমিও ভুল করে, অজানা পথ ধরে

আমার কাছে এসো চলে

ঝুম বৃষ্টিতে ভিজবো দুজনে,

হারাবো মেঘেদের দলে।

আমি তো বারে বারে

তোমার আবদারে

হেরেছি নিজের কাছে।

আসবো ফিরে ফিরে, ছুঁয়ে যাবো ধীরে

ফিরবো তোমারই মাঝে,

স্বপ্ন জড়ো করে স্বপ্নচারি ঘুমে

রইবো মেঘেদের ভাঁজে।

ক্ষতি কি বলো তাতে তোমায় ভেবে রাতে

দু'চোখ স্বপ্নে জড়াবে রংধনু হয়ে।

একটু তোমায় ছুঁয়ে গেলে

তুমিও ভুল করে অজানা পথ ধরে

আমার কাছে এসো চলে,

ঝুম বৃষ্টিতে ভিজবো দুজনে

হারাবো মেঘেদের দলে।

আমি তো বারে বারে

তোমার আবদারে

হেরেছি নিজের কাছে।

দিয়েছি সব কিছু যেটুকু যায় দেওয়া

বাকিটা জমানো আছে।

জানিনা এ মনের কথা গুলো

তোমার কাছে পৌঁছবে কিনা,

আমি শুধুই তোমায় অনুভব করে যাই

আর তোমায় না বলা কথা গুলো লিখে যাই।

আবার কোনোদিন লিরিক্স - হাবিব ওয়াহিদ :

Amito bare bare tomar abdare

Herechi nijer kache

Diyechi sobkichu jetuku jay deowa

Bakita jomano ache

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi