Bisshas Lyrics (বিশ্বাস) Minar Rahman | Prince Mahmud

Bisshas Lyrics by Minar Rahman : Bisshas Song Is Sung by Minar Rahman . Starring: Apurba And Mousumi Hamid. Music Composed By And Biswash Song Lyrics Written by Prince Mahmud. Music Arrangements by Syed Sujan And Jahid Hasan Nirob.

Singer : Minar

Album : Prince Mahmud Mix

Lyrics, Tune & Music : Prince Mahmud

Recording & Assist : Anik Ahmed

Mix & Master : Pavel Areen

Director : MD Mehedi Hasan Jony

Label : G Series

Bisshas Song Lyrics In Bengali : যদি বিশ্বাস করে আমায়,

তুমি নেমে আসো রাস্তায়

জেনো আছি দাড়িয়ে ঠিক মোরে,

জেনো আছি দাড়িয়ে ঠিক মনে।

যদি নিঃশ্বাস নেয়ার একটা

খোলা শষ্যক্ষেত্র চাও,

জেনো আছে তা আমার বুক ভেতরে,

জেনো আছে তা আমার বুক ভেতরে।

বিশ্বাস রাখো তোমার, চৌকাঠে দরজায়,

বসন্ত অপার, আসছে গুটি গুটি পায়।

যদি বিশ্বাসটুকু করো,

এই আকাশ মধ্যে ওড়ো।

জেনো উড়ছি আমিও, মেঘ ওপরে,

জেনো উড়ছি আমিও, মেঘ ওপরে।

যার বিশ্বাসটুকু ভাসে, হৃদ মেঘ মেঘান্তরে

তার অখণ্ড আকাশে, যে সত্যি ভালোবাসে।

যদি বিশ্বাসটুকু করো,

এই আকাশ মধ্যে ওড়ো।

জেনো উড়ছি আমিও, মেঘ ওপরে,

জেনো উড়ছি আমিও, মেঘ ওপরে।

যদি বিশ্বাস করে আমায়,

তুমি নেমে আসো রাস্তায়

জেনো আছি দাঁড়িয়ে ঠিক মোরে,

জেনো আছি দাঁড়িয়ে ঠিক মনে।

যদি নিঃশ্বাস নেওয়ার একটা

খোলা শষ্যক্ষেত্র চাও,

জেনো আছে তা আমার বুক ভেতরে,

জেনো আছে তা আমার বুক ভেতরে।

যদি বিশ্বাস করে আমায় লিরিক্স - মিনার রহমান :

Jodi Bissash kore amay

Tumi neme asho rastay

Jeno achi dariye thik more

Jodi nishwash neyar ekta

Khola Shosshokhetro chao

Jeno ache ta amar buk vetore

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi