Mon Aamar Lyrics (মন আমার) Parashpathar Band

Mon Aamar Lyrics by Parashpathar Band : Mon Aamar Song Is Sung by Anindya Bose from Parashpathar Band Album Ajo Ache. Mon Amar Kokhono Bhule Jeo Na Lyrics In Bengali by Parashpathar Band.

Song : Mon Aamar

band : Parashpathar 

Album : Ajo Ache (1996)

Vocal : Anindya Bose

Music Publisher : Asha Audio Company

Mon Aamar Song Video :

Mon Aamar Song Lyrics In Bengali :

মন আমার, কখনো ভুলে যেও না

গিটারের ব্যথায় বাঁধা কবিতা,

মন আমার, কখনো ভুলে যেও না

গিটারের ব্যথায় বাঁধা কবিতা,

নিষেধের, গণ্ডিটাকে পেরিয়ে

উড়ে যাও, কখনো ধরা দিও না। 

ও মন আমার, ও মন আমার,

ও মন আমার, ও মন আমার। 

হয়তো তোমার বুক পায়নি কোথাও 

কোনো সান্ত্বনা,

বিনিদ্র রাত্রে শয্যাসঙ্গী শুধু যন্ত্রণা,

বোঝাতে চেয়েছ, তবু পারোনি বোঝাতে 

এই কবিতা,

শুনেও শুনবে না, বুঝবে না তোমার এ গানের ব্যথা। 

তবু ভুলে যাও, এ স্মৃতি মনে রেখো না। 

মন আমার, কখনো ভুলে যেও না

গিটারের ব্যথায় বাঁধা কবিতা,

নিষেধের, গণ্ডিটাকে পেরিয়ে

উড়ে যাও, কখনো ধরা দিও না। 

ও মন আমার, ও মন আমার,

ও মন আমার, ও মন আমার। 

শুনবে তোমার গান নীল আকাশের 

ওই পাখিরা,

দুলবে সুরের দোলে সদ্য প্রস্ফুটিত ফুলেরা,

নদীর কলোচ্ছ্বাসে ভাসিয়ে দিয়ো 

এ ভাবের খেয়া,

হৃদয়ের অঙ্গনে জ্বালিয়ে রেখো 

এই সুরের দিয়া। 

তাই গেয়ে যাও, এ গানে তুমি থেমো না। 

মন আমার, কখনো ভুলে যেও না

গিটারের ব্যথায় বাঁধা কবিতা,

নিষেধের, গণ্ডিটাকে পেরিয়ে

উড়ে যাও, কখনো ধরা দিও না। 

ও মন আমার, ও মন আমার,

ও মন আমার, ও মন আমার। 

মন আমার, মন আমার

মন আমার, মন আমার। 

মন আমার কখনো ভুলে যেও না লিরিক্স - পরশপাথর ব্যান্ড :

Mon amar kokhono bhule jeo na

Gitar er beythay bandha kobita

Nishedher gondita ke periye

Ure jao kokhono dhora diyo na

O Mon amar, O Mon amar

Hoyto tomar buk paayni kothay kono santona

Binidro raate shojjasangee shudhu jontrona

Bojhate cheyecho tobu parobi bojhate ei kobita

Shuneo shunbe na bujhbe na tomar e gaaner beytha

Tobu bhule jao e smriti mone rekho na

Shunbe tomar gaan neel akasher oi pakhira

Dulbe surer soley soddo prosfutito phulera

Nodir kolochhase bhasiye diyo e bhaber kheya

Hridoyer onggone jwaliye rekkho

Ei surer diya

Tai geye jao e gaane tumi themo na

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zapier.com/manage/zaps/42708463/stop/?check=294a55b11296d15668d2b48e31282ec5

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi