Ekdin Swapner Din Lyrics (একদিন স্বপ্নের দিন) Nachiketa Chakraborty

Ekdin Swapner Din Lyrics by Nachiketa Chakraborty : Ekdin Swapner Din Song Is Sung by Nachiketa Chakraborty And Shikha Basu from Hathat Bristi Bengali Movie. Starring Firdaus Ahmed, Priyanka Tribedi, Sreelekha Mitra, June Malia And Others. Ekdin Swapner Din Lyrics In Bengali Written by Nachiketa Chakraborty. Hathat Bristi Bengali Movie Directed by Basu Chatterjee.

Song : Ekdin Swapner Din

Film : Hathat Bristi

Lyrics And Music : Nachiketa Chakraborty

Singer : Nachiketa Chakraborty & Shikha Basu

Director : Basu Chatterjee

Label : Saregama India Ltd

Ekdin Swapner Din Song Video :

Ekdin Swapner Din Song Lyrics In Bengali :

একদিন স্বপ্নের দিন

একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন,

এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন

একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। 

সেই ভাবনায়, ভাবি মনে হয়

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে,

সেই ভাবনায়, ভাবি মনে হয়

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে। 

আসে না ফাগুন, মনেতে আগুন

আসে না ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়

কাটেনা আর দিন। 

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন।। 

একদিন হঠাৎ হাওয়া

থামিয়ে আসা যাওয়া,

প্রশ্নের জাল বুনে 

শুরু হয় চাওয়া পাওয়া। 

আজ শুধু পথ চাওয়া

বিরহের গান গাওয়া,

ভাবনার নদী বুকে

উজানেতে তরী বাওয়া। 

শুধু সেই গান ভোলে অভিমান

চোখে অকারণ ঘোর বর্ষা নামে,

শুধু সেই গান ভোলে অভিমান

চোখে অকারণ ঘোর বর্ষা নামে। 

আসে না ফাগুন, মনেতে আগুন

আসে না ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়

কাটেনা আর দিন। 

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন।। 

যদি এ পথ ধরে

আমার এ মনের ঘরে,

চিঠি হয়ে অগোচরে

আসে কেউ চুপিসারে। 

চাঁদের ঐ আলো হয়ে

আসো মোর ভাঙা ঘরে,

দেখা যায়, যায়না ছোঁয়া

যেন গান চাপা স্বরে। 

শুধু সেই গান ভোলে অভিমান

চোখে অকারণ, ঘোর বর্ষা নামে,

শুধু সেই গান ভোলে অভিমান

চোখে অকারণ, ঘোর বর্ষা নামে। 

আসে না ফাগুন, মনেতে আগুন

আসে না ফাগুন, মনেতে আগুন

এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়

কাটেনা আর দিন। 

একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন,

এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। 

সেই ভাবনায়, ভাবি মনে হয়

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে,

সেই ভাবনায়, ভাবি মনে হয়

দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে। 

আসে না ফাগুন, মনেতে আগুন

আসে না ফাগুন, মনেতে আগুন,

এমন বিরহ জ্বালায়, স্মৃতির মেলায়

কাটেনা আর দিন। 

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণ বিহীন

এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন

এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।। 

একদিন স্বপ্নের দিন লিরিক্স - নচিকেতা চক্রবর্তী :

Ekdin swapner din bedonar bornobihin

E jibone jeno ashe emoni swapner din

Sei vabonay vabi mone hoy

Duti noyonete ghor bosha naame

Ashe na fagun monete aagun

Emon biroho jwalay smritir melay

Katena aar din

Ekdin shopner din bedonar bornobihin

Ekdin hatath hawa thamiye asha jaowa

Proshner jaal bune shuru hoy chaowa paowa

Aaj shudhu poth chaowa bioher gaan gaowa

Vabonar nodi buke ujanete tori baowa

Shudhu sei gaan bhole obhiman

Chokhe okaron ghor borsha naame

Jodi e poth dhore amar e moner ghore

Chithi hoye ogochore ashe keu chupisare

Chander oi aalo hoye asho mor vanga ghore

Dekha jaay jaay na chowa jeno gaan chapa sware

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zapier.com/manage/zaps/42708463/stop/?check=294a55b11296d15668d2b48e31282ec5

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi