Aajke Shiber Chaturdashi Lyrics (আজকে শিবের চতুর্দশী) Amit Kumar | Alka Yagnik

Aajke Shiber Chaturdashi Lyrics by Amit Kumar And Alka Yagnik from Agni Trishna Bengali Movie. Aajke Shiber Chaturdashi Song Lyrics Written by Bhabesh Kundu. Shib Puja Special Bengali Song Composed by Bapi Lahiri. Staaring Prasenjit Chatterjee, Debashree Roy, Chiranjeet Chakraborty, Roopa Ganguly And Others.

Aajke Shiber Chaturdashi Song Details : Song : Aajke Shiber Chaturdashi

Film : Agni Trishna

Singer : Amit Kumar And Alka Yagnik

Music : Bapi Lahiri

Lyrics : Bhabesh Kundu

Director : Prabhat Roy

Label : Sony Music India

Aajke Shiber Chaturdashi Music Video :

Aajke Shiber Chaturdashi Lyrics In Bengali :

হে, আজকে শিবের চতুর্দশী 

বুড়ো শিবের মেলা,

আমরা শিবের অংশ ধরি 

করিস নাকো হেলা। 

আজকে শিবের চতুর্দশী 

বুড়ো শিবের মেলা,

আমরা শিবের অংশ ধরি 

করিস নাকো হেলা। 

বলনা রে ফেলা ..

ঘটি ঘটি জল যে ঢালি বুড়ো শিবের মাথায় 

শিবের মতো স্বামী পাবো আছি অনেক আশায়। 

তাই নাকি গো? হো হো হো..

তোদের মাথায় জল ঢাললে সর্দি হয়ে যাবে 

ডাক্তার বাবু এসে তখন পয়সা গুলো খাবে,

ভাঙটা খেয়ে একটু পরে খেলবি আসল খেলা 

তখন মোরা প্রাণ বাঁচাতে বলবো সবাই পালা। 

আরে পালা সবাই পালা পালা, সবাই পালা 

নন্দী ফিরিঙ্গি ক্ষেপে গেছে, পালা সবাই পালা। 

আমরা যদি নন্দী ফিরিঙ্গি একটা কথা পুছি 

তোমরা বলো কিসের দেবী, শুধুই খেঁদি-বুচি। 

শিবের মাথায় ফুল চড়িয়ে পাবি শিবের বর 

বলবে যে শিব ফিরিঙ্গি চ্যালের হাতটা চেপে ধর,

আমরা তখন হাত গোটাবো বুঝবি তখন ঠ্যালা

বুঝবি তখন ঠ্যালা, বুঝবি তখন ঠ্যালা। 

আজকে শিবের চতুর্দশী 

বুড়ো শিবের মেলা,

আমরা শিবের অংশ ধরি 

করিস নাকো খেলা। 

আজকে শিবের চতুর্দশী 

বুড়ো শিবের মেলা,

আমরা শিবের অংশ ধরি 

করিস নাকো হেলা। 

এইতো ছিলি শিবের চ্যালা হোলি জগন্নাথ 

একটু পরে ভাঙের নেশায় হবি কুপোকাত।

আরে এইতো ছিলি শিবের চ্যালা হোলি জগন্নাথ 

একটু পরে ভাঙের নেশায় হবি কুপোকাত,

শিবের বাহন গড়িয়ে দিবি মারবে সবাই ঢ্যালা

তখন মোরা সবাই মিলে বলবো এবার পালা। 

আরে পালা সবাই পালা পালা, সবাই পালা 

নন্দী ফিরিঙ্গি ক্ষেপে গেছে, পালা সবাই পালা। 

এ পালিয়ে গিয়ে লাভ হবেনা আসতে হবে ফিরে 

আমরা হলাম শিবের চ্যালা এক একটা হীরে। 

পালিয়ে গিয়ে লাভ হবেনা আসতে হবে ফিরে 

আমরা হলাম শিবের চ্যালা এক একটা হীরে,

হীরে এসে পরিয়ে দেবে জুঁই ফুলেরই মালা 

পরিয়ে দেবে মালা, পরিয়ে দেবে মালা। 

হে, আজকে শিবের চতুর্দশী 

বুড়ো শিবের মেলা,

আমরা শিবের অংশ ধরি 

করিস নাকো হেলা ..

Aajke Shiber Chaturdashi Lyrics In English : Aajke Shiber Chaturdashi

Buro shiber mela

Amra shiber ongsho dhori

Koris nako hela

Ghoti ghoti jol je dhali buri shiber mathay

Shiber moto swami pabo achi onek ashay

Toder mathay jol dhalle sordi hoye jabe

Daktar babu eshe tokhon poysa gulo khabe

Bhangta kheye ektu pore khelbi ashol khela

Tokhon mora praan banchate bolbo sobai pala

Are pala sobai pala pala sobai pala

Nandi firingi khepe geche pala sobai pala

Amra jodi nandi firingi ekta kotha puchi

Tomra bolo kiser debi shudhui khedi buchi

Shiber mathay phul choriye pabi shiber bor

Bolbe je shib firingi chyalar haatta chepe dhor

Amra tokhon haat gotabo bujhbi tokhon thyala

Aare eito chili shiber chyala holi jagannath

Ektupore bhanger neshay hobi kupokat

Shiber bahon goriye dibi marbe sobai dhyala

Tokhon mora sobai mile bolbo ebar pala

Paliye giye labh hobena ashte hobe phire

Amra holam shiber chyala ek ekta hire

Hire eshe poriye debe jui fuleri mala

Poriye debe mala

প্রসেনজিৎ চ্যাটার্জী, দেবশ্রী রায়, চিরঞ্জীত চক্রবর্তী ও রুপা গাঙ্গুলী অভিনীত অগ্নি তৃষ্ণা বাংলা সিনেমার গান আজকে শিবের চতুর্দশী গানটি গেয়েছেন অমিত কুমার ও অলকা ইয়াগনিক। গানটির সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী। আজকে শিবের চতুর্দশী গানের লিরিক্স লিখেছেন ভবেশ কুন্ডু।

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zapier.com/manage/zaps/42708463/stop/?check=294a55b11296d15668d2b48e31282ec5

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi