Purono Chand Lyrics (পুরোনো চাঁদ) Anjan Dutt | Neel Dutt

Purono Chand Lyrics Bengali Song Is Sung by Anjan Dut t. Music Produced by Neel Dutt. Purono Chand Song Lyrics Are Written by Anjan Dutt. Song Mixing and Mastering by Tirthankar Majumdar.

Purono Chand Lyrics In Bengali পুরোনো চাঁদ আমার এখনো আকাশে 

পুরোনো কাঁধ এখনো ভরসা দিতে চায়,

পুরোনো প্রেম কেউ কেউ ভালোবাসে। 

পুরোনো স্বপ্ন নতুন করে দেখতে পাওয়া যায়

পুরোনো চাঁদ আমার এখনো আকাশে। 

আবার পাল্টে যাবে কত চেনা বাড়ি 

চেনা রাস্তা,

আবার কালকে কত চেনা চোখ 

হয়ে যাবে অচেনা। 

আবার কত দামি অনুভূতি হয়ে যাবে সস্তা 

বদলে যাবে দিনের আলো 

কত পদবি, ঠিকানা। 

পুরোনো হাত এখনো আকাশে 

পুরোনো রাত এখনো কাছে টেনে নেয়,

পুরোনো অন্ধকারে পুরোনো অবকাশে

পুরোনো স্বপ্ন নতুন করে দেখতে পাওয়া যায়,

পুরোনো চাঁদ আমার পুরোনো আকাশে।  

যদিও গাইছি নতুন করে 

নতুন কিছু বলার নেই আমার,

আছে আকাশ ভরা অনেক তারা 

দিনের আলোর গভীরে। 

আছে সঙ্গী আমার অনেক দিনের 

সেই বুড়ো পুরোনো গীটার, 

আমায় দেখতে শেখায় মাথার ওপর 

ছেঁড়া ছেঁড়া মেঘের ভেতরে। 

পুরোনো চাঁদ আমার এখনো আকাশে 

পুরোনো কাঁধ এখনো ভরসা দিতে চায়,

পুরোনো প্রেম কেউ কেউ ভালোবাসে।

পুরোনো স্বপ্ন নতুন করে দেখতে পাওয়া যায়

পুরোনো চাঁদ আমার এখনো আকাশে

পুরোনো চাঁদ এখনো আকাশে। 

Purono Chand Lyrics by Anjan Dutt Purono chand ekhono akashe

Purono kandh ekhono bhorsa dite chaay

Purono prem keu keu valobashe

Purono shopno notun kore dekhte paowa jaay

Abar palte jabe koto chena bari chena rasta

Abar kalke koto chena chokh hoye jabe ochena

Abar koto daami anubhuti hoye jabe sosta

Bodle jabe diner aalo

Koto podobi thikana

Purono haat ekhono akashe

Purono raat ekhono kache tene ney

Purono ondhokare purono obokashe

Purono shopno notun kore dekhte paowa jaay

Purono chad amar purono akashePurono Chand Music Video

Purono Chand Song Info : Song name : Purono Chand

Vocal And Lyrics : Anjan Dutt

Music producer : Neel Dutt

Guitars : Amyt Datta And Neel Dutt

Accordion : Sovon Mukherjee

Mixed And Mastered by : Tirthankar Majumdar

Cinematography : Pravatendu Mondal

Camera : Pravatendu Mondal

Editing : Aditya Gupta

Associate Director : Ushnak Basu

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zapier.com/manage/zaps/42708463/stop/?check=294a55b11296d15668d2b48e31282ec5

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi