Tomra Jedin Shohore Ashbe Lyrics (তোমরা যেদিন শহরে আসবে) Metrolife Band

Tomra Jedin Shohore Ashbe Lyrics by Metrolife Band : Tomra Jedin Shohore Ashbe Song Is Sung by Ayon from Metrolife Band Album Diprohor. Song Lyrics In Bengali Written by Mehedi Hasan Ayon. Song produced, Mixed and Mastered by Apogee Production.

Song : Tomra Jedin Shohore Ashbe (তোমরা যেদিন শহরে আসবে)

Band : Metrolife

Lyrics and tune : Mehedi Hasan Ayon 

Album : Diprohor

Composition : Mehedi Hasan Ayon And

Zunaed Hossain Niloy

Vocals : Ayon

Guitars : Niloy

Bass : Maruf

Keys : Eshan Dhrubo

Tomra Jedin Shohore Ashbe Song Lyrics In Bengali :

শীত বিকেলের রোদ

ক্লান্ত সে অনুরোধ,

রেখে গেছে প্রেয়সীর 

ওড়নাতে জলছাপ,

দোতালা বাসের ভীড়

বিষাদেই চৌচির,

জীবনের গল্পটা 

ঝরে যায় চুপচাপ।

সে তো কানামাছি খেলা 

ছুটির বিকেলবেলা,

উড়ে চলে হাওয়াতে

মিছে চাওয়াপাওয়াতে।  

সুখগুলো বহুদূর, শহরতলীর বুক

শূন্যতা নির্জন আকাশে,

সিগারেটে আগুনটা 

জ্বলে ওঠে শেষবার,

তারপর হয়ে যায় ফ্যাকাশে।

আমাদের সুখগুলো উড়ে এসে নির্জনে

নীরবেই মিশে যায় আঙিনায়,

মৃত ঘাসফড়িঙের খণ্ডিত দেহে কী

রং খোঁজো বলো মিছে বাহানায় ?

তোমাদের চেনা মুখগুলো জানো কতদিন 

মেঘ হয়ে ভাসেনি এ আকাশে। 

শীত বিকেলের রোদ

ক্লান্ত সে অনুরোধ,

রেখে গেছে প্রেয়সীর 

ওড়নাতে জলছাপ,

দোতালা বাসের ভীড়

বিষাদেই চৌচির,

জীবনের গল্পটা 

ঝরে যায় চুপচাপ।

সে তো কানামাছি খেলা 

ছুটির বিকেলবেলা,

উড়ে চলে হাওয়াতে

মিছে চাওয়াপাওয়াতে।  

সুখগুলো বহুদূর, শহরতলীর বুক

শূন্যতা নির্জন আকাশে,

সিগারেটে আগুনটা 

জ্বলে ওঠে শেষবার,

তারপর হয়ে যায় ফ্যাকাশে।

তোমরা যেদিন শহরে আসবে লিরিক্স - মেট্রোলাইফ ব্যান্ড :

Sheet bikeler rod klanto se anurodh

Rekhe geche preyoshir Ornate jolchap

Dotala bus Er bhir bishadei chouchir

Jiboner golpota Jhore jaay chupchap

Se toh kanamachi khela chutir bikelbela

Ure chole hawate miche chaowapaowate

Sukh gulo Bohudur sohortolir buk

Shunnota nirjon akashe

cigarette e aagun ta jwale othey seshbar

Tarpor hoye Jaay fekashe

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi