Jodi Tumi Daako Lyrics (যদি তুমি ডাকো) Shororipu 2 | Aditi Paul | Rupam Islam

Jodi Tumi Daako Lyrics from Shororipu 2 : Jodi Tumi Daako Song Is Sung by Aditi Paul from Shororipu 2 Bengali Movie. Music Composed by And Song Lyrics In Bengali Written by Rupam Islam. Starring: Chiranjeet Chakraborty, Rajesh Sharma, Saswata Chatterjee, Arunima Ghosh, Darshana Banik And Others. Song Recording, Mixing And Mastering by Prasenjit 'Pom' Chakrabutty.

Song : Jodi Tumi Dako

Movie : Shororipu 2

Vocals : Aditi Paul

Lyrics & Music : Rupam Islam

Keyboards & Arrangement : Shibasish Banerjee 

Guitars : John Paul

Director : Ayan Chakraborti

Producer : Rupa Datta & Nil Ratan Datta

Jodi Tumi Daako Song Lyrics In Bengali :

যদি তুমি ডাকো

যেমন করে ডাকো তুমি,

যদি তুমি থাকো

যেমন করে থাকো তুমি। 

জোছনার মিছিলে মিশে চলে যাব

হেঁয়ালির সমাধান তোমাকেই বলে যাব। 

যদি থাকো পাশে

অথবা যোজন দূরে,

আলোর অবকাশে

কিম্বা ছায়াপথ ঘুরে। 

জোছনার মিছিলে মিশে চলে যাবো 

হেঁয়ালির সমাধান তোমাকেই বলে যাবো। 

যদি তোমার ঘরে

আমার শরীরে নামে রাত,

অজানা মন্তরে

ভালবাসা ফিরেছে হঠাৎ,

যদি এমন হতো 

আবার কি আঁকতে ছবি?

তুমি তো সব পারো

হে আমার শ্রেষ্ঠ কবি। 

যদি সময় ক'রে 

এ অসময়ের শহরে,

যদি আঘাত ক'রে

ধুয়ে দাও ক্ষত আদরে। 

তোমার আঘাতে মৃত তৃণদের দলে যাব

প্রেমের রহস্যের সংকেত বলে যাব। 

জোছনার মিছিলে মিশে চলে যাব

হেঁয়ালির সমাধান তোমাকেই বলে যাব। 

যদি তুমি ডাকো লিরিক্স - ষড়রিপু ২ :

Jodi tumi dako

Jemon kore dako tumi 

Jodi tumi thako

Jemon kore thako tumi

Jochonar michile mishe chole jabo

Heyalir somadhan tomakei bole jabo

Jodi thako pashe

Othoba jojon dure

Aalor obokashe

Kimba chayapoth ghure

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

  1. ভাই আপনার ব্লগটি বিক্রয় করবেন?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi