Boloto Arshi Lyrics (বলো তো আরশি) Nirmala Mishra Song

Boloto Arshi Lyrics by Nirmala Mishra : Boloto Arshi Song Is Sung by Nirmala Mishra . Cover Version Song Is Sung by Aditi Chakraborty. Music Composed by Abhijit Banerjee And Song Lyrics In Bengali Written by Bhaskar Basu. Previously Same Song Is Sung by Shreya Ghoshal, Anwesha Dattagupta, Rajoyita And Many Various Artists In Their Own Way.

Song : Bolo To Arshi Tumi Mukhti Dekhe

Singer : Nirmala Mishra

Cover by : Aditi Chakraborty

Music Director : Abhijit Banerjee

Lyricist : Bhaskar Basu

Boloto Arshi Song Lyrics In Bengali :

বলো তো আরশি তুমি মুখটি দেখে

বলো তো আরশি তুমি মুখটি দেখে,

যদিও কাজল আমি পরিনি

যদিও কবরী আজ বাঁধিনি,

তবু বলো তো রূপসী কে তোমার চোখে ?

বলো তো আরশি তুমি মুখটি দেখে

বলো তো আরশি তুমি মুখটি দেখে। 

আমি নই বিম্ববতী রাজার ঘরে

হাসিতে পান্না তো নয় কান্না ঝরে,

আমি নই বিম্ববতী রাজার ঘরে

হাসিতে পান্না তো নয় কান্না ঝরে,

কেতকী লজ্জা না পায় আমায় দেখে

কেতকী লজ্জা না পায় আমায় দেখে

তবু বলো বলো কে 

রূপসী তোমার চোখে ?

বলোতো আরশি তুমি মুখটি দেখে

বলোতো আরশি তুমি মুখটি দেখে।

দেখোনা আরশি তুমি দু'চোখ চেয়ে

ভুবনে রূপসী কে সবার চেয়ে ?

দেখোনা আরশি তুমি দু'চোখ চেয়ে

ভুবনে রূপসী কে সবার চেয়ে ?

দেখোনা আরশি তুমি দু'চোখ চেয়ে

আমি নই কলস হারা নদীর মতো

চরনে ব্যাকুল বকুল ঝরেনা তো,

আমি নই কলস হারা নদীর মতো

চরনে ব্যাকুল বকুল ঝরেনা তো,

কোকিলা মরেনা তো আমায় ডেকে

কোকিলা মরেনা তো আমায় ডেকে

তবু বলো বলো কে 

রূপসী তোমার চোখে ?

বলো তো আরশি তুমি মুখটি দেখে

বলো তো আরশি তুমি মুখটি দেখে,

যদিও কাজল আমি পরিনি

যদিও কবরী আজ বাঁধিনি,

তবু বল তো রূপসী কে তোমার চোখে?

বলো তো আরশি তুমি মুখটি দেখে

বল তো আরশি তুমি মুখটি দেখে। 

বলো তো আরশি তুমি মুখটি দেখে লিরিক্স - নির্মলা মিশ্র :

Bolo toh arshi tumi mukhti dekhe

Jodio kajol ami porini

jodio ami kobori aaj badhini

Tobu bolo to ruposhi ke tomar chokhe

Bolo to arshi tumi mukhti dekhe

Ami noi bimboboti rajar ghore

Hasite panna to noy kanna jhore

Ketoki lojja na pay amay dekhe

Tobu bolo bolo ke

Ruposhi tomar chokhe

Bolo to arsi tumi mukhti dekhe

Dekho na arshi tumi duchokh cheye

Bhubone ruposhi ke sobar cheye

Ami noi kolos hara nodir moto

Chorone beykul bokul jhorena to

Kokila more na to amay deke

Tobu bolo bolo ke ruposhi tomar chokhe

Boloto arsi tumi mukhti dekhe

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi