Ora Lyrics (ওরা) Tanzir Tuhin | Shakti Chattopadhyay Poem

Ora Lyrics by Tanzir Tuhin : Ora Song Is Sung by Tanzir Tuhin . Music Composed by Rasheed Sharif Shoaib And Haray Ora Haray Lyrics In Bengali Poem Written by Shakti Chattopaddhay .

Song : Ora

Lyrics : A poem by Shakti Chattopaddhay

Vocal : Tanzir Tuhin

Composition & Music : Rasheed Sharif Shoaib

Drums : Amzad Hossain

Mixing and Mastering : Rasheed Sharif Shoaib

Recording Studio : Studio Cowbell & Studio Nirbaan

Ora Song Lyrics In Bengali :

হারায় ওরা হারায় 

ওরা এমনি  করে হারায়,

মেঘের থেকে রোদ বুঝিবা 

এমনি করে ছাড়ায়। 

ওরা জানে অনেক, অনেক 

পথ চলতে দাঁড়ায় ক্ষণেক,

গলির মুখে জিরাফ ওরা 

মানুষ খোঁজে পাড়ায়।    

কোথায় যেন যাবার কথা 

আজকে ছিলো ভোরে,

কিয়ৎ দাবি-দাওয়ার কলস 

ছিলোই তো কোমরে। 

এবং মুঠি রক্তঝুটির 

হাতগুলো সব নাড়ায় ..

হারায় ওরা হারায় 

ওরা এমনি  করে হারায়,

বাধা যে দেয় তাকে এবং 

সম্মুখে পা বাড়ায়। 

হারায় ওরা হারায় 

ওরা এমনি  করে হারায়,

মেঘের থেকে রোদ বুঝিবা 

এমনি করে ছাড়ায়। 

ওরা জানে অনেক, অনেক 

পথ চলতে দাঁড়ায় ক্ষণেক,

গলির মুখে জিরাফ ওরা 

মানুষ খোঁজে পাড়ায়।

হারায়.. হারায়.. হারায়..

হারায় ওরা হারায় লিরিক্স - শক্তি চট্টোপাধ্যায় কবিতা :

Haray ora haray

Ora emni kore haray

Megher theke rod bujhiba

Emni kore charay

Ora jaane onek onek

Potho cholte daray khonek

Golir mukhe ziraf ora

Manush khoje paray

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi