Norom Haater Sporshe Lyrics (নরম হাতের স্পর্শে) Habib Wahid

Norom Haater Sporshe Lyrics by Habib Wahid : Norom Haater Sporshe Song Is Sung by Habib Wahid . Song Lyrics In Bengali Written by Ali Baker Zico.

Song : Norom Haater Sporshe

Singer : Habib Wahid

Tune & Music : Habib Wahid

Lyrics : Ali Baker Zico

Norom Haater Sporshe Song Lyrics In Bengali :

তুমি কি আমার পাশে এসে

বসতে পারো কিছুক্ষণ,

আমি তো তোমার গায়ের গন্ধে

মাতাল হয়ে যাই তখন। 

কথা না বলেও অনেক কথা

বলা যায়, চোখে চোখে,

স্বপ্নে হারিয়ে যেতে পারি

তোমার, নরম হাতের স্পর্শে। 

তুমি কি আমার পাশে এসে

বসতে পারো কিছুক্ষণ,

আমি তো তোমার গায়ের গন্ধে

মাতাল হয়ে যাই তখন।

সময়ের কাছে হেরেছি দু'জনে

আজ দু'জনেই দুই প্রান্তে,

সময়ের কাছে হেরেছি দু'জনে

আজ দু'জনেই দুই প্রান্তে,

যে ভালোবাসা আছে বুকে 

তুমি, বলো না ভুলে যাবো কিভাবে? 

কিভাবে? হে..

কথা না বলেও অনেক কথা

বলা যায়, চোখে চোখে,

স্বপ্নে হারিয়ে যেতে পারি

তোমার, নরম হাতের স্পর্শে। 

তুমি কি আমার পাশে এসে

বসতে পারো কিছুক্ষণ,

আমি তো তোমার গায়ের গন্ধে

মাতাল হয়ে যাই তখন।।

নরম হাতের স্পর্শে লিরিক্স - হাবিব ওয়াহিদ :

Tumi ki amar pashe eshe

Boste paro kichukkhon

Ami toh tomar gaayer gondhe

Matal hoye jai tokhon

Kotha na boleo onek kotha

Bola jaay chokhe chokhe

Shopne hariye jete pari

Tomar norom haater sporshe

Somoyer kache herechi dujone

Aaj dujonei dui prante

Je valobasha ache buke

Tumi bolo na bhule jabo kivabe

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi