Tumihina Mon Lyrics (তুমিহীনা মন) Habib Wahid | Zarin

Tumihina Mon Lyrics by Habib Wahid And Zarin : Tumihina Mon Song Is Sung by Habib Wahid And Zarin . Music Composed by Habib Wahid And E Mon Shudhu Khoje Tomake Song Lyrics In Bengali Written by Amita Karmoker.

Song : Tumihina Mon

Tune : Habib Wahid

Composed, Produced & Arranged : Habib Wahid

Lyrics : Amita Karmoker

Tumihina Mon Song Lyrics In Bengali :

এ মন শুধু খোঁজে তোমাকে

কেন বলো তুমি কিছু বোঝো না ?

আমি ডুবি তোমার মাঝে

তবু কেন তুমি আমায় খোঁজো না ?

তুমি হীনা আজও এ হৃদয়

বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়,

জানি না কোন সে অনলে

এ মন জ্বলে-পুড়ে যায়।

এ মন শুধু খোঁজে তোমাকে

কেন বলো তুমি কিছু বোঝোনা ?

আমি ডুবি তোমার মাঝে

তবু কেন তুমি আমায় খোঁজোনা ?

আমি তোমায় খুঁজতে গেলে

মেঘ যে আড়াল করে ফেলে। 

ও.. আমি তোমায় খুঁজতে গেলে

মেঘ যে আড়াল করে ফেলে, 

তোমায় ভেবে জমছে কথা

বাড়ছে কেবল গভীর ব্যাথ্যা। 

রইবো পথো পানে চেয়ে

এ মন মেঘে গেলে ছেয়ে,

পথের মাঝে পথ হারিয়ে

খুঁজে যাই ..

তুমিহীনা আজও এ হৃদয়

বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়,

জানি না কোন সে অনলে

এ মন জ্বলে-পুড়ে যায়।

এ মন শুধু খোঁজে তোমাকে

কেন বল তুমি কিছু বোঝো না ?

আমি ডুবি তোমার মাঝে

তবু কেন তুমি আমায় খোঁজো না ?

যত দূরে যাই না আমি

তুমি এ মন জুড়ে রবে,

যত দূরে যাই না আমি

তুমি এ মন জুড়ে রবে,

আমি তোমায় পাই যে খুঁজে

একলা মনের অনুভবে। 

মন খারাপের ভীষণ ভারে

তোমায় ভাবি বারে-বারে,

ডুবলে বেলা ওই আঁধারে

কাছে চাই ..

তুমি হীনা আজও এ হৃদয়

বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়,

জানিনা কোন সে অনলে

এ মন জ্বলে-পুড়ে যায়।

এ মন শুধু খোঁজে তোমাকে

কেন বল তুমি কিছু বোঝোনা ?

আমি ডুবি তোমার মাঝে

তবু কেন তুমি আমায় খোঁজোনা ?

তুমিহীনা মন লিরিক্স - হাবিব ওয়াহিদ ও জেরিন :

E mon shudhu khoje tomake

Keno bolo tumi kichu bojhona

Ami dubi tomar majhe

Tobu keno tumi amay khojo na

Tumiheena aajo e hridoy

Biroho bethay jaay cheye jaay

Janina kon se onole

E mon jwole pure jaay

Ami tomay khujte gele

Megh je aral kore fele

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi