Kanamachhi Lyrics (কানামাছি) Somlata Acharyya Chowdhury

Kanamachhi Lyrics by Somlata Acharyya Chowdhury : Kanamachhi Song Is Sung by Somlata Acharyya Chowdhury from Somlata And The Aces. Music Composed And Produced by Sudipto Buti Banerjee And TOmay Chara Bhalo Achi Lyrics In Bengali Written by Anirban Mazumder.

Song : Kanamachi 

Vocals : Somlata Acharyya Chowdhury

Lyrics : Anirban Mazumder

Music & Keyboards : Sudipto 'Buti' Banerjee 

Recording Engineer : Sayan Ghosh & Tushar Banerjee

Mixed and Mastered by : Shomi Chatterjee

Guitars: Arnab Roy

Bass : Abhishek 'Nona' Bhattacharya

Drums : Tushar Banerjee

Video shot and edited by : Neel

Kanamachhi Song Lyrics In Bengali :

কিছু কথা কখনোই বলা যায় না

বুঝে নিতে হয় নিজেকে,

একঘেয়ে ভালোবাসা আর যায় না

ঠেকে তবেই লোকে শেখে। 

আমাদের ভেতর আমি কোথাও নেই

পুরোটা জুড়ে আছো তুমি,

রাস্তা কোথাও তো শেষ হতোই

কখন পেরিয়ে গেছো লিমিট। 

স্মৃতিরা নিভে যাবে

দাগ সব মুছে যাবে,

তুমি কি বদলে যাবে ?..

তোমায় ছাড়া ভালো আছি 

নিজের অনেক কাছাকাছি,

নিজের মতো এই বেশ আছি

ভালো-মন্দে কানামাছি।। 

নষ্ট করে ফেলেছি অনেক সময়

চলে গেছে আর ফিরবেনা,

কষ্ট পেয়েছি যতটা মনে হয়

এখন সামলানো যাবে না। 

যা পড়ে ছিলো তাই যত্ন করে 

আগলে রেখেছি কাছে,

পুরোনো অভ্যেস যাচ্ছে ঝরে

আমার কারণ আমি নিজে। 

ঘুম আসে রাতের সাথে 

হলে ভোর, আলো মেখে

আয়নায় নিজের চোখে ..

তোমায় ছাড়া ভালো আছি 

নিজের অনেক কাছাকাছি,

নিজের মতো এই বেশ আছি

ভালো-মন্দে কানামাছি। 

স্মৃতিরা নিভে যাবে

দাগ সব মুছে যাবে,

তুমি কি বদলে যাবে ?..

তোমায় ছাড়া ভালো আছি 

নিজের অনেক কাছাকাছি,

নিজের মতো এই বেশ আছি

ভালো-মন্দে কানামাছি।। 

কানামাছি লিরিক্স - সোমলতা আচার্য্য চৌধুরী :

Kichu kotha kokhonoi bola jaay na

Bujhe nite hoy nijeke

Ekgheye valobasha aar jaay na

Theke tobe loke shekhe

Amader bhetor ami kothao nei

Purota jure acho tumi

Rasta kothao toh sesh hotoi

Kokhon periye gecho limit

Smritira nibhe jabe

Daag sob muche jaabe

Tumi ki bodle jabe?

Tomay chara valo achi

Nijer onek kachakachi

Nijer moto ei besh achi

Bhalo monde kanamachi

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi