Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics (একবার বিদায় দে মা) Patriotic Song

Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics Patriotic Song : Ekbar Biday De Ma Ghure Ashi Bengali Patriotic Song Is Sung by Debolinaa Nandy. This Song Originaly Sung by Lata Mangeshkar From Subhas Chandra Bengali Movie. Khudiram Bose Was An Indian Revolutionary from Bengal Presidency Who Opposed British Rule Of India.

Song : Ekbar Biday De Ma Ghure Ashi

Movie : Subhas Chandra

Singer : Lata Mangeshkar

Music : Aparesh Lahiri

Lyricist : Pitamber Das

Cover Credits : 

Singer : Debolinaa Nandy 

Music Rearrangement : Arghya Babi Dutta

Mix & Master : Tarun Das

Edit & Directed by : Papan

D.O.P : Aniket Mukherjee & Papan

তিন মুঠো খুদের বিনিময়ে ছোটবেলায় যে ছেলেটিকে বিক্রি করে দেওয়া হয়েছিল, সে ছেলেটাই আঠেরো বছর বয়সে ভারতের বন্ধনমুক্তির শিখা জ্বালিয়েছিল নিজের হাতে। তবে এ গান বিপ্লব, যুদ্ধ কিংবা আন্দোলনের নয়। এই গান এক নাবালক কিশোরের তার মায়ের কাছ থেকে বিদায় চাওয়ার গল্প। যে জননীর গর্ভের আঁধার চিরে প্রথম পৃথিবীর আলো দেখেছিল সে, আজ সমস্ত আলো নিভে যাওয়ার সময় সেই জননীর মুখের দিকে চেয়েই হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরবে সে। তবে সেখানেই তো শেষ নয়, যে শিখা সে জ্বালিয়ে যাচ্ছে তা ছড়িয়ে পড়বে বাংলার ঘরে ঘরে। সেভাবেই বারবার মায়ের কোলে ফিরে আসবে সে। ক্ষুদিরাম বোস এক অনির্বাণ শিখার নাম

Ekbar Biday De Ma Ghure Ashi Song Lyrics In Bengali :

একবার বিদায় দে মা ঘুরে আসি

একবার বিদায় দে মা ঘুরে আসি,

হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী

আমি হাসি হাসি পরব ফাঁসি

দেখবে ভারতবাসী।

একবার বিদায় দে মা ঘুরে আসি

একবার বিদায় দে মা ঘুরে আসি।।

কলের বোমা তৈরি করে

দাঁড়িয়ে ছিলাম রাস্তার ধারে মা গো,

কলের বোমা তৈরি করে

দাঁড়িয়ে ছিলাম রাস্তার ধারে মাগো,

বড়লাটকে মারতে গিয়ে মারলাম

আর এক ইংল্যান্ড বাসী,

আমি বড়লাটকে মারতে গিয়ে মারলাম

আর এক ইংল্যান্ড বাসী,

একবার বিদায় দে মা ঘুরে আসি

একবার বিদায় দে মা ঘুরে আসি।।

শনিবার বেলা দশটার পরে

জর্জকোর্টে তে লোক না ধরে মা গো,

শনিবার বেলা দশটার পরে

জর্জকোর্টে তে লোক না ধরে মাগো,

হলো অভিরামের দ্বীপজ্বালান মা

খুদিরামের ফাঁসি,

হল অভিরামের দ্বীপজ্বালান মা

খুদিরামের ফাঁসি,

একবার বিদায় দে মা ঘুরে আসি

একবার বিদায় দে মা ঘুরে আসি।।

বারো লক্ষ তেত্রিশ কোটি

রইল মা তোর বেটা বেটি মা গো,

বারো লক্ষ তেত্রিশ কোটি

রইল মা তোর বেটা বেটি মাগো,

তাদের নিয়ে ঘর করিস মা

বৌদের করিস দাসী,

ও মা তাদের নিয়ে ঘর করিস মা

বৌদের করিস দাসী,

একবার বিদায় দে মা ঘুরে আসি

একবার বিদায় দে মা ঘুরে আসি।।

দশ মাস দশ দিন পরে

জন্ম নিব মাসীর ঘরে মা গো,

দশ মাস দশ দিন পরে

জন্ম নিব মাসীর ঘরে মাগো,

তখন যদিনা চিনতে পারিস

দেখবি গলায় ফাঁসি,

ও মা তখন যদিনা চিনতে পারিস

দেখবি গলায় ফাঁসি,

একবার বিদায় দে মা ঘুরে আসি

একবার বিদায় দে মা ঘুরে আসি,

হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী

আমি হাসি হাসি পরব ফাঁসি

দেখবে ভারতবাসী।

একবার বিদায় দে মা ঘুরে আসি

একবার বিদায় দে মা ঘুরে আসি

একবার বিদায় দে মা ঘুরে আসি।।

Ekbar Biday De Ma Ghure Ashi Lyrics In English :

Ekbaar biday de ma ghure ashi

Hashi hashi porbo phashi

dekhbe bharatbashi

Ekbar biday de maa ghure ashi

Kaler boma toiri kore

Dariye chilam rastar dhare Maa go

Borolatke marte giye

Marlam aar ek england basi

Ekbar biday de ma ghure asi

Shonibaar bela dostar pore

Gorge Court e te lok na dhore Maa go

Holo Abhiramer deep jalan Ma

Khudiramer phashi

Ekbaar biday de maa ghure asi

Baro lokkho tetrish koti

Roilo maa tor beta beti maa go

Tader niye ghor koris Maa

Bouder koris dashi.

Ekbaar biday de ma ghure asi

Dosh mash dosh din pore

Jonmo nebo mashir ghore Maago

Tokhon jodi na chinte paris

Dekhbi golay phnashi

Ekbaar biday de maa ghure ashi

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi